প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
মোঃ নজরুল ইসলাম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও ইলেক্টনিক কৌশলে স্নাতক ও মাস্টার্স এবং জাপান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে অধ্যাপনার পাশাপাশি বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের কিছু নামি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও গবেষণা-কর্মে নিয়োজিত ছিলেন। শিক্ষকতা ও গবেষণায় উৎকর্ষ অর্জনের পাশাপাশি সৃজনশীল সাহিত্য ও শিল্পকলায় নিমগ্ন থেকেছেন সারাজীবন। নাটক লেখার পাশাপাশি গল্প, কবিতা, গান ও প্রবন্ধ লেখেন। নির্দেশনা, অভিনয়, মঞ্চসজ্জা, পোশাক, রূপসজ্জা, আলোক ও শব্দ পরিকল্পনাসহ নাটকের সকল মাধ্যমে কাজ করেন। সেই সঙ্গে আবৃত্তি ও উপস্থাপনায় মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। তার আরেকটি বড় পরিচয় সংগঠক হিসেবে। দেশে ও প্রবাসে বহু সাংস্কৃতিক সংগঠনের সৃষ্টি ও কর্মকাণ্ডে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য-রঙ্গালয়, শিল্পাঙ্গণ ইত্যাদি। এছাড়া দেশে ও প্রবাসে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।