প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আবির আবরাজ
আবির আবরাজ একজন কবি ও অনুবাদক। কবিতা লেখার পাশাপাশি বিভিন্ন ভাষার কবিতা এবং গদ্য অনুবাদ করে থাকেন। আবির্ভাব, ১৯৯৮ সালের ডিসেম্বর মাসের ৫ তারিখ মধ্যরাতে। পৃথিবীতে গাছপালা কমে যাওয়া এবং উপর্যুপরি জনসংখ্যা বাড়তে থাকা নিয়ে সবসময় ফেড-আপ থাকেন। পৃথিবীর কোনো দুর্যোগই প্রাকৃতিক নয় এবং সকল দুর্যোগের পেছনেই মানুষকে দায়ী ভাবেন। তিনি মনে করেন, কবিতায় ফর্ম নয় আইডিয়া-ই মুখ্য। আইডিয়ার সার্থক ইমপ্লিকেশনে অটোমেটিক ফর্ম তৈরি হতে পারে এবং হয়। কবিতায় তিনি এমনসব কথা বলতে চান, যা কবিতা ছাড়া আর্টের আর কোনো ফর্ম্যাটেই বলা সম্ভব ছিলো না। আবির আবরাজ সবসময়ই আর্টের বাণিজ্যিকীকরণে বিশ্বাসী। তার মতে আর্ট পুরোপুরি বাণিজ্যিক হতে পারলেই কেবল এর পূর্ণাঙ্গ সার্থকতা আদায় সম্ভব হবে। কবিতার মাধ্যমে তিনি একটা পথ তৈরি করে দিয়ে যাবার বাসনা রাখেন, যে পথে মানুষ বাস্তবতার নিরিখে এমন এক অভূত অবাস্তবতার দিকে যেতে পারবে যেখানে তারা আজন্মকাল ধরে যাবার আকাঙ্খা পুষে রাখে এবং যেখানে জন্ম এবং মৃত্যু বিশেষ প্রভেদ রাখে না।