প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ড. শামসুন্নাহার নিরু
তিনি একজন অবশিষ্ট মুক্তিযােদ্ধা। জীবন সংগ্রামী । উদাসীন সংসারী। সৃষ্টিশীল ছড়াকার, কবি, শিশু সাহিত্যিক, রম্যলেখক ও গীতিকার । প্রিয় বাক্য ভালাে থাকি ভালাে রাখি’ । নিজের লেখার প্রিয় লাইন, মাঝে মাঝেই মনে হয়, আমার দেশটা আমার নয়। প্রিয় বদঅভ্যাস আড্ডায় অন্তমিলে কথা বলার চেষ্টা। মৌলিক ছড়া গ্রন্থ সংখ্যা ২১টি এবং কিশাের গল্পগ্রন্থ সংখ্যা ১০, সম্পাদনা ৫।দেশের জাতীয় পত্রিকায় প্রতিমাসে কমপক্ষে একটি লেখা প্রকাশিত হয়ে থাকে । কিছু পাঠক নন্দিত বই হলাে : ঘুম তাড়ানাে ছড়া, খোচান ক্যান? ঐ রাজাকার! প্যাচাল না আলাপ? চাঁদের কাছে জোনাকি, ডিম ডিম ভূতের ডিম, ছড়ায় ছড়ায় আলাের নাচন, বাচ্চা ছড়া কাচ্চা ছড়া, মজার দেশ। পাখির দেশ, শিশুদের শিশুটামি, অবশিষ্ট মুক্তিযােদ্ধা, নাইদেশের রূপকথা, ভূতের সঙ্গে ভূত আমি, জাদুঘরের ছড়া, কিশাের সমগ্র ১ ও ২। তিনি অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মধ্যে উল্লেখযােগ্য পুরষ্কার হলাে ‘অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরষ্কার’ । এ পর্যন্ত ১৬টি সংগঠন কর্তৃক সম্মানিত | হয়েছেন। চাকুরী সূত্রে প্রায় আড়াই বছর জাতীয় জাদুঘরে সচিব পদে কর্মরত ছিলেন। তিনি বাংলা একাডেমী’, ‘বাংলাদেশ ইতিহাস পরিষদের জীবন সদস্য। তাছাড়া বাংলাদেশ ছড়া একাডেমি’র একজন পরিচালক ও উদ্যোক্তা। তিনি জাপান, সুইজারল্যান্ড, ভারতসহ কোরিয়া ও সিঙ্গাপুর ভ্রমণ করেছেন। তিনি তাঁর একমাত্র গিনীর একমাত্র স্বামী। ডলি তালুকদার, তিন সন্তানের গর্বিত জননী। বর্তমানে সরকারী বাসায় হােম মিনিষ্টারের পদে দক্ষতার সাথে। ক্ষমতার সাথে দুইতিন ছিলিম মমতা বিতরণে মহাব্যস্ত । ছােট মামার বিয়ের দিনে মাতুলালয় শংকরপুরে জন্মগ্রহণ করেন। গালা তার বাপ-দাদার ঠিকানা। উপজেলা-ঘাটাইল, জেলা নাম টাঙ্গাইল । জন্ম তারিখ ১ জানুয়ারি, ১৯৫৬ খ্রিস্টাব্দ।