Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Kazi Shimul Akhter books

follower

কাজী শিমুল আখতার

জন্ম ১৯৭২ সালে ঢাকা জেলায়। পিতা মুক্তিযোদ্ধা কাজী আবুল ফাত্তাহ পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার হলেও নেশায় ছিলেন গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, নাট্যকার এবং কবি। ১৯৯৭ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর বারডেম হাসপাতালের হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগে মেডিকেল অফিসার হিসাবে যোগ দেন। পরবর্তীকালে সার্জারিতে উচ্চতর বিষয়ে অধ্যয়নকালে পারিবারিক সূত্রে যুক্তরাষ্ট্রে চলে আসেন। বর্তমানে তিনি সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক-এ অধ্যাপনা করছেন। পাশাপাশি আরও একটি কলেজে খণ্ডকালীন অধ্যাপক হিসাবেও কাজ করছেন। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠার ফলে একসময় লেখালেখির শুরু হয় ছড়া দিয়ে। দীর্ঘ বিরতির পর করোনা মহামারির প্রাক্কালে ফেসবুকের জনপ্রিয় গ্রুপ 'বিশ শব্দের গল্প' নামক গ্রুপে গল্প লেখার মাধ্যমে ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেন তিনি। এছাড়া তার লেখা গল্প 'পেন্সিল' এবং 'মনের খেলাঘর' নামক গ্রুপেও পাঠকদের কাছে সমাদৃত হতে থাকলে নতুন করে তিনি লেখালেখিতে নিজেকে সংযুক্ত করেন। গভীর জীবনবোধ এবং প্রগাঢ় রসবোধ তার গল্পের উপজীব্য বিষয়। অল্পকথায় জীবনের অনুভূতিগুলোকে সহজ ভাষায় লিপিবদ্ধ করতে তিনি বেশ সিদ্ধহস্ত। ইতোমধ্যে 'বিশ শব্দের গল্প' সংকলনের দুটি সংকলনে এবং মনের খেলাঘর গ্রুপের গল্পসংকলনে তার গল্প প্রকাশিত হয়েছে। এই গ্রন্থে 'বিশ শব্দের গল্প'র গ্রুপে লেখা গল্পগুলো থেকে বাছাই করা সহস্রাধিক গল্পকে গ্রন্থিত করা হয়েছে। এটি লেখকের প্রথম একক বই।

কাজী শিমুল আখতার এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed