প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
তাহাসিন চৌধুরী
তাসাহিন চৌধুরী একজন সফল আইটি ব্যবসায়ী, প্রশিক্ষক, সংগঠক এবং দেশের আইসিটি সেক্টরের পরিচিত ব্যক্তিত্ব। পুরান ঢাকার হাজারীবাগে জন্ম এবং তারপর সেখানেই শৈশব কাটে তাহাসিন চৌধুরীর। এরপর পেশায় ব্যাংকার বাবা মোসলেহ উদ্দিনের চাকরি সূত্রে মা শিরিন আক্তারের সাথে বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরে শেষমেশ পারিবারিকভাবে থিতু হন বান্দরবানে। এর আগে অবশ্য রাজধানীর মুকুলিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ধানমণ্ডি আইডিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তাহাসিন। কলেজ থেকেই তথ্যপ্রযুক্তি (আইটি) নিয়ে ব্যাপক আগ্রহের কারণেই হয়তো লেখকের স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন হয় পদার্থবিজ্ঞানে; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আইটি খাতে লেখকের ‘ফ্রিল্যান্সার’ হয়ে ওঠাও সেই কলেজ জীবন থেকেই। মাঝে অবশ্য সাউদার্ন বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে আরও একটি স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন তিনি। ফ্রিল্যান্সার হিসেবে সফল ক্যারিয়ার গড়ার পেছনে লেখকের অনুপ্রেরণা হিসেবে রয়েছে বেশ কয়েকটি অর্জন। ২০১৬ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ থেকে বান্দরবান জেলার শীর্ষ ফ্রিল্যান্সার হিসেবে পুরস্কার অর্জন করেন তাহাসিন। পরের বছর ২০১৭ সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) কর্তৃক ‘বেসিস ন্যাশনাল অ্যাওয়ার্ড’ তার আরেকটি কৃতিত্ব। এরপরে ২০২২ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট এর কর্তৃক ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ ফর ইয়ং এন্ট্রাপ্রিনিওর’ পুরস্কার অর্জন করেন তিনি। এর মাঝে ২০১৯ সালে প্রযুক্তি বিষয়ক স্টার্টআপ ‘টেক সলিউশন আইটি লিমিটেড’ প্রতিষ্ঠা করেন লেখন। ২০২২ সালে তিনি শুরু করেন নিজের আরেক স্টার্টআপ ই-কমার্স প্রতিষ্ঠান ‘সব পাবেন লিমিটেড’। তাহাসিন নিজের সাথে সাথে আশেপাশের কমিউনিটি সদস্যদের সাথে নিয়ে এগিয়ে যেতে চান। সেই উদ্দেশ্য থেকে বান্দরবানের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের আইটি খাতে দক্ষ করার জন্য গড়ে তুলেছেন "বান্দরবান আইটি ইনস্টিটিউট"। অবসরে লেখক তাহাসিন বই পড়ে এবং আইটি-আইসিটি খাত সম্পর্কিত জ্ঞান অন্বেষণ করতে পছন্দ করেন।