প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
লে. কর্নেল আবদুর রউফ, বীর বিক্রম (অব.)
লে. কর্নেল আবদুর রউফ, বীর বিক্রম (অব.) জন্ম: ১ আগষ্ট ১৯৪৯ সাল। গ্রাম: কোচেরচর, থানা- মনোহরদী, জিলা- নরসিংদী। বর্তমান নিবাস: বাড়ী-৩৫, সড়ক-০২, সেক্টর-১৩, উত্তরা, ঢাকা। পিতা: মরহুম আবদুল হেকিম। মাতা: মরহুমা রওশন আরা বেগম। স্ত্রী: শামীম আরা রউফ। পুত্র: আশরাফুল আলম। কন্যাত্রয়: ডা: রাবেয়া খানম, ইসমত আরা তানজীন রউফ ও রাতিন আরা রউফ। শিক্ষা: হাতিরদিয়া ছাদত আলী মডেল হাইস্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতিতে এম.এ এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজের গ্র্যাজুয়েট। পেশা: শিক্ষকতায় আগ্রহ থাকলেও মুক্তিযুদ্ধ জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মুক্তিযুদ্ধে যোগদানের কারণে সেনাবাহিনীতে কমিশন লাভ। যুদ্ধ শেষে, ৫ নম্বর সেক্টর থেকে, ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান। ১৯৮৩ সালে অকালীন অবসর প্রদান। অত:পর সরকারী চাকুরীর প্রস্তাব প্রত্যাখান ও নিজস্ব ব্যবসায় আত্মনিযোগ। একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বর্তমানে মুক্তিযুদ্ধের উপর লেখালেখি ও মুক্তিযোদ্ধাদের কল্যানেরত। রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (রাওয়া), আর্মি গলফ ক্লাব এবং বাংলাদেশ ওয়ার কোর্স ফাউন্ডেশনের আজীবন সদস্য।