প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মো. আসাদুল হক
কবি পরিচিতি: জন্ম: কবি মো: আসাদুল হক ১৯৫৯ খ্রিস্টাব্দের ২১ জুলাই জন্মগ্রহণ করেন। কবির বেড়ে ওঠা ও শৈশব কেটেছে নেত্রকোনায়। তাঁর নিজ গ্রাম— জাওলা (সাড়িয়া তালুকদার বাড়ি), ডাকঘর: কেশজানী, উপজেলা— মদন, জেলা: নেত্রকোণা। তিনি বর্তমানে চাঁদপুর জেলা শহরে পরিবারসহ বসবাস করছেন। পড়ালেখা: স্নাতক, এলএমএফ ও ডিএমএইচ ডিগ্রিপ্রাপ্ত। পেশা: সরকারি চাকরি করেছেন, প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। সাহিত্য চর্চা: বহুদিন যাবত কবিতা চর্চা করছেন। রচনা করেছেন অসংখ্য কবিতা। কালের প্রতিবিম্ব (ম্যাগাজিন) সহ অনেক ম্যাগাজিন ও পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। 'তারার কাব্য', 'খণ্ডিত চন্দ্রালোকে' ইত্যাদিতে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। তিনি সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপের নিয়মিত লেখক। আজীবন কবিতা চর্চা করে বাংলা ভাষাকে সমৃদ্ধ করে ভূমিকা রাখতে চান। কবির জন্যে শুভকামনা।