প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
চন্দ্রবিন্দু একটি সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান। প্রথম শুরুটা ছোটকাগজ দিয়ে। ২০০৩ সালে চন্দ্রবিন্দু ছোটকাগজের যাত্রা শুরু হয়। ২০১৫ সালে এ প্রতিষ্ঠানের প্রকাশক ও সম্পাদক মঈন ফারুক উদ্যোগ নেন প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার। সুজনশীল বই প্রকাশের মাধ্যমে প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে ২০১৭ সালে প্রথম আত্মপ্রকাশ ঘটে চন্দ্রবিন্দুর। বাঁধাই, মুদ্রণ ও চিন্তার নতুনত্ব নিয়ে উপস্থিত নতুন এ যাত্রায় মানসম্মত জীবনমুখী মানবিক সৃজনচিন্তায় চন্দ্রবিন্দু প্রকাশ করতে থাকে পাঠকের জন্য উপযুক্ত বই। বইগুলোর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে থাকে পাঠক-লেখকের। “পাঠের বই, পাঠকের বই” স্লোগানে চমকপ্রদভাবে চন্দ্রবিন্দু পাঠকের মন জয় করে, প্রিয় হয়ে ওঠে অল্পসময়ে। এ পথপরিক্রমায় পাঠকের আস্থাকে সঙ্গী করে চন্দ্রবিন্দু এগিয়ে যাচ্ছে শৈল্পিকচেতনার নব-নব পালক বাঙালিমানসে সংযোজনের প্রত্যাশা নিয়ে।
(Showing 1 to 60 of 122 items)
demo content