প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
পূর্ণতার পূর্বশর্ত হলো─তথ্য ও তত্ত্বজ্ঞান লাভ করা। অতঃপর সে জ্ঞানের আলোয় একটি লক্ষ নির্ধারণ করা। কেননা, লক্ষ ও উদ্দেশ্য বিবর্জিত যেকোনো শ্রমই মূলত পণ্ডশ্রম। কিন্তু এ প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন আজ আধুনিকতার দূষিত করাল গ্রাসে নিমজ্জিত সমাজ ও প্রজন্ম শক্তি। অথচ তাঁদেরকে একটি বহুমুখী শুভ ও শুভ্রশক্তি হিসেবে গড়ে তোলাই সময়ের শ্রেষ্ঠতম দাবি। সেই লক্ষে মানব হৃদয়ে দ্বীন-ধর্ম এবং নৈতিক বোধ ও বোধোদয়ের প্রচেষ্টাকে সামনে রেখেই ইজরা পাবলিকেশনের পথচলা। ইজরা একটি দ্বীনবিমুখ জাতিকে দ্বীনমুখী করার এবং অসুস্থ মগজে সুস্থ চেতনার উন্মেষ ঘটাতে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় ইতোমধ্যে ইজরা প্রকাশ করেছে──গল্প, প্রবন্ধ, উপন্যাস, ইতিহাস ও সিরাতের মতো গুরুত্বপূর্ণ মুক্তো-মখমল ও প্রবাল-রত্ন। এই শুদ্ধধারায় ক্রমশ যোগ করছে হীরে জহরতের হেরাস্নাত রৌশন। কেননা, সাহিত্য ও সুস্থ সংস্কৃতির আদলে একটি জাগ্রত জাতি গঠনের ব্রতে, তীব্র ব্রতী ইজরা পাবশিকেশন।
(Showing 1 to 15 of 15 items)
demo content