Welcome to Rokomari.com!
Ends in
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
"আমাদের যাত্রা শুরু হয়েছিল ২০০০ সাল থেকে। বিশ বছরের পথ পাড়ি দিয়ে, প্রায় এক প্রজন্মের অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা বাংলা বইয়ের ইতিহাসে নিজস্ব পরিচয় গড়তে পেরেছি। এই অর্জন সম্ভব হয়েছে একান্তভাবে আমাদের পাঠকদের অক্লান্ত উৎসাহ ও সমর্থন বলেই। তাঁদেরই অনুপ্রেরণায় আমরা আরও আকর্ষণীয় ও মানসম্পন্ন বই প্রকাশের চেষ্টায় অবিরত। ইতিহাস ও সাহিত্য আমাদের প্রধান প্রকাশনার বিষয়বস্তু। আমরা বিশ্বাস করি, এমন কিছু প্রকাশ করতে হবে যা স্মরণীয় হয়ে থাকে। আমাদের গ্রন্থগুলির মান এতটাই উন্নত যে, লেখক, পাঠক, ব্লগার প্রমুখ তাঁদের উদ্ধৃতি ও তথ্যের উৎস হিসেবে ব্যবহার করেন। আমাদের সর্বাধিক বিক্রিত বই ‘১৯৪৬: দ্য গ্রেট কলকাতা কিললিংস অ্যান্ড নোয়াখালি জেনোসাইড’, যা ২০১১ সালে প্রকাশিত হয়, বিশ্বজুড়ে প্রশংসা ও খ্যাতি অর্জন করেছে। এই বইটি কলকাতার জাতীয় গ্রন্থাগার, দিল্লির সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন, বিভিন্ন রাজ্য বিশ্ববিদ্যালয় এবং লন্ডন, আমেরিকার গ্রন্থাগারগুলিতেও পাওয়া যায়। সাহিত্য ও ইতিহাসের বাইরেও, আমরা এখন সকল ধরনের বই প্রকাশের দিকে আগ্রহী। পশ্চিমবঙ্গের সকল প্রধান বইমেলায় আমরা অংশগ্রহণ করি। ত্রিপুরা, অসম ও দিল্লিতেও আমাদের উপস্থিতি রয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আমাদের বইয়ের প্রশংসা করেছেন, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং সারা বাংলা প্রকাশক কল্যাণ সমিতির সদস্য।"
(Showing 241 to 245 of 245 items)
demo content