প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
ভয় নয় মুক্তির চিন্তা দৃকের সাম্প্রতিক উদ্যোগ হচ্ছে “চিন্তার খোরাক”। আমাদের দোকানে পাবেন প্রাত্যহিক ব্যবহারের সামগ্রী যেমন মগ, কোস্টার, ঝোলা ব্যাগ, টি-শার্ট, নোটবই এবং অন্যান্য স্টেশনারি যা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, র্যাডিকেল চিন্তাকে লালনপালন করে । সর্বত্র বিরাজমান ভয়ের সংস্কৃতিকে মোকাবেলা করার আগ্রহ থেকেই সংস্কৃতির পরিসরে আমাদের এধরনের হস্তক্ষেপ। বর্তমান বাংলাদেশে বিরাজমান মুনাফার ঘোড়দৌড় ও ‘আহা বেশ বেশ’ সংস্কৃতি থেকে দূরত্ব তৈরি করার তাগিদ থেকেই এই উদ্যোগ। চিন্তার খোরাক দুটো ভিন্ন ধারার কাজকে সন্নিবেশিত করে: প্রত্যাহিক প্রয়োজনের জিনিসপত্র যা স্বৈরতান্ত্রিক ক্ষমতা ও পুরুষাধিপত্যকে চ্যালেঞ্জ করে, কখনো বা ব্যঙ্গবিদ্রুপের সাহায্যে, যেমন আমাদের মগ - ‘চুরি করোনা, সরকার প্রতিযোগিতা পছন্দ করে না’। আর রয়েছে দৃকের আর্টিস্ট-ইন-রেসিডেন্স মো. মিঠুনের শাড়ি, কাঁচের বোতল, বোয়ম, টিনের ডিব্বা, স্টেশনারি ধরনের প্রাত্যহিক সামগ্রীর উপর রিকশাশিল্প। বাংলাদেশের অনন্য এই শিল্পধারা আজ বিলুপ্ত-প্রায়, ঢাকা শহরের রিকশাগুলো রিকশাচালকদের মতনই মলিন। নিম্নবর্গের এই শিল্পধারার বিলুপ্তি প্রতিরোধ করার স্পৃহা থেকেই চিন্তার খোরাকে এর অন্তর্ভূক্তি।
(Showing 121 to 166 of 166 products)
demo content