Summary:
এক সমীক্ষাতে দেখা যায়, প্রতিদিন প্রায় এক বিলিয়নের বেশি লোক ইউডিটউব এ ভিডিও দেখে। একটা সময় ছিলো যখন মানুষের বিনোদনের মাধ্যম ছিলো টেলিভিশন, কিন্তু বর্তমানে মানুষ ইউটিউবের দিকে বেশি আকর্ষিত হচ্ছে। বর্তমান যুগে মার্কেটিং -এর ধারণাই পালটে দিয়েছে YouTube. বিশ্বের প্রায় নব্বই ভাগ লোক ব্যবসার ব্র্যান্ড ও পণ্য সম্পর্কে প্রাথমিক ধারণা ইউটিউব থেকে পেয়ে থাকে। আর তাই YouTube Marketing -এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নিজের পছন্দের বিষয়কে YouTube -এ উপস্থাপনের মাধ্যমে এবং কোন প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা সার্ভিসের প্রচারণা করে উপার্জন করতে পারবেন ঘরে বসেই। নিজের YouTube চ্যানেল Open করা থেকে শুরু করে কিভাবে ভিডিও ধারন করবেন, কিভাবে Editing করবেন, আপনার ইউটিউব চ্যানেলটিকে কিভাবে আপনি SEO Friendly করবেন ও YouTube চ্যানেল থেকে কিভাবে উপায়ে টাকা উপার্জন করবেন যাবতীয় সব কিছু নিয়ে সাজানো হয়েছে Make Money on YouTube Marketing কোর্সটি। তাই নিজের শখকে আয়ের মাধ্যম তৈরি করতে আজই এনরোল করুন Make Money on YouTube Marketing কোর্সে।
এই কোর্স থেকে কী কী শিখবেন? ➡কোন কোন Topic নিয়ে ভিডিও করবেন
➡YouTube চ্যানেল কিভাবে Open করতে হয়
➡Monetization On করার জন্য নিয়মগুলো Follow করতে হবে
➡Video Recording - কিভাবে করলে ভালো Engagement হবে
➡Video Editing কিভাবে করবেন
➡ইউটিউব চ্যানেল SEO Friendly কিভাবে করবেন
➡Trendy Niche সম্পর্কে জানতে পারবেন
ডিজিটাল মার্কেটিং শিখে ক্যারিয়ার গড়ার সুযোগ কেমন? Social Influencer হিসেবে ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন। YouTube মার্কেটিং এ স্কিলড হলে ব্যবসায়ে সফল হওয়া অনেক সহজ হয়। তাছাড়া বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস প্রোমট করে আয় করতে পারবেন।
কোর্স কারিকুলাম
Course Introduction ১ লেসন ✅১। Course Introduction
Niche Selection ৪ লেসন ✅১। Niche-1 Travel Vlog No - 1
✅২। Niche - 2 street food no - 2
✅৩। Niche 3 cooking channel no 3
✅৪। Niche selection all
YouTube Channel Customization ৪ লেসন ✅১। YouTube Name selection
✅২। YouTube channel customization part 1
✅৩। YouTube channel customization part 2
✅৪। Youtube channel customization part 3
Channel Analytics ৪ লেসন ✅১। YouTube Features
✅২। Channel Analytics
✅৩। What is CTR RPM CPM
✅৪। How to add tubebuddy extension
Camtasia Installation and Video Editing ৪ লেসন ✅১। How to install Camtasia and the use full version
✅২। Camtasia tools introduce part 1
✅৩। How to make video lower third
✅৪। How to make YouTube video intro
SEO and Ranking ৪ লেসন ✅১। YouTube creative commons
✅২। YouTube ranking factors
✅৩। YouTube Video On page SEO
✅৪। How to uplode YouTube videos with SEO 1st
YouTube Monetization ৪ লেসন ✅১। AdSense Account
✅২। YouTube Monetize factors
✅৩। What review for monetization
✅৪। How to apply YouTube monetization
Social Media Marketing and Fiverr Marketplace ৫ লেসন ✅১। YouTube creator award
✅২। YouTube shorts video
✅৩। YouTube Social media marketing
✅৪। Youtube to Fiverr marketplace
✅৫। Final Quiz
এই কোর্সটি যাদের জন্য ➡YouTube Marketing জগতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক কিংবা নিজেকে শখ থেকে আয় করতে চায় এমন ব্যক্তিদের জন্য আমাদের এই কোর্সটি।
➡কনটেন্ট ক্রিয়েটার
➡ইনফ্লুয়েন্সার মার্কেটিং
➡Digital Marketer
➡Advertising Organization
➡অনলাইন মার্কেটপ্লেস
কোর্স রিকুয়ারমেন্ট ➡কোনো রিকয়ারমেন্ট নেই
কোর্সটিতে কিভাবে এনরোল করবেনঃ ১. রকমারি থেকে ব্রাইট স্কিলস্-এর কোর্সটি কেনার কিছুক্ষণের মধ্যেই আপনার ইমেইলে এবং মোবাইলে একটি কুপন কোড চলে যাবে।
২. কোডটি পাওয়ার পরে ভিজিট করুন www.brightskills.com
৩. একাউন্ট তৈরি করা না থাকলে “একাউন্ট তৈরি করুন” - বাটনে ক্লিক করে আপনার নাম, ফোন নম্বর, পাসওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরি করুন এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করুন। এরপর ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন/সাইন ইন করে নিন। যদি আগে থেকেই একাউন্ট থাকে তাহলে শুধু ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন/সাইন ইন করতে হবে।
৪. এরপর আপনার ইমেইলে বা মোবাইলে পাঠানো কোর্সের লিংকে প্রবেশ করে কোর্সটি কার্টে যোগ করে নিন।
৫. কোর্স কার্টে এড করা হয়ে গেলে আপনার প্রোফাইল আইকনের নিচের “কার্ট”-এ গিয়ে “কোর্স কিনুন” বাটনে ক্লিক করে কুপন কোডের স্থানে রকমারি থেকে পাঠানো মেইল বা মোবাইলে SMS-এর মাধ্যমে যে কুপনটি পেয়েছেন সেটি বসিয়ে এপ্লাই বাটনে ক্লিক করে নিন। এপ্লাই করার পর মোট মুল্য শুন্য হলে আবার “কোর্স কিনুন” বাটনে ক্লিক করে কোর্সে এনরোল করে নিন।
জব মার্কেটে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে ব্রাইট স্কিলস এর সার্টিফিকেট ভিন্ন মাত্রা যোগ করবে: জব মার্কেটে ব্রাইট স্কিলস এর এই সার্টিফিকেট আপনি বাড়তি যোগ্যতার প্রমাণ হিসেবে দেখাতে পারবেন। দক্ষতা অর্জনের এই সার্টিফিকেট ইন্ডাস্ট্রিতে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টে সহায়তা করবে। ব্রাইট স্কিলস এর এই সার্টিফিকেট জব ইন্ডাস্ট্রিতে আপনাকে প্রফেশনাল হিসেবে ইন্ট্রোডিউস করাবে। LinkedIn এর মতো প্রফেশনাল ওয়েবসাইটে সার্টিফিকেট অ্যাড করতে পারবেন।