Summary:
আইটি সেক্টর ব্যাপকহারে প্রসারিত হচ্ছে। এরই সাথে সাথে হ্যাকিং-এর মাত্রাও বৃদ্ধি পেয়েছে কয়েকগুন। প্রতিনিয়তই আমরা শুনতে পাই অবৈধভাবে ই-মেইল,সোশ্যাল মিডিয়া একাউন্ট, ওয়েবসাইট, কম্পিউটার কিংবা মোবাইলের মতো ডিভাইসগুলো হ্যাক হচ্ছে। আর এই হ্যাকিং -এর মতো বিভ্রান্তি থেকে বাঁচতেই ইথিক্যাল হ্যাকিং। হ্যাকার সাধারণত দুই ধরনের হয়। ব্ল্যাক হ্যাট হ্যাকার এবং ইথিক্যাল হ্যাকার। ব্ল্যাক হ্যাট হ্যাকার এবং ইথিক্যাল হ্যাকারদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো ব্ল্যাক হ্যাট হ্যাকাররা অবৈধভাবে অন্যদের ওয়েবসাইট, কম্পিউটার, মোবাইল হ্যাক করে ইনফর্মেশন চুরি করে তাদেরকে বিভ্রান্তিতে ফেলে আর এই ব্ল্যাক হ্যাট হ্যাকারদের হাত থেকে ইথিক্যাল হ্যাকাররা বৈধভাবে পারমিশন নিয়ে যেকোনো সিস্টেমকে hack করে থাকে কম্পিউটার সিস্টেম, অ্যাপ বা ওয়েবসাইট-কে হাইসিকিউরিটি প্রদানের জন্য। বর্তমানে সবকিছুই আইটি বেসড হওয়ার কারণে কোম্পানিগুলো তাদের সিস্টেম, ওয়েবসাইট বা অ্যাপের ত্রুটি গুলো খুজে বের করে সেগুলোর সমাধান করে এবং হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে ইথিক্যাল হ্যাকার হায়ার করে থাকে এবং পাশাপাশি fiverr, upwork, freelancer এর মতো platform গুলোতেও রয়েছে প্রচুর কাজের সুযোগ। তাই সময়োপযোগী এই বিষয়ে দক্ষ করে তুলতে আজই এনরোল করুন Ethical Hacking for Beginners কোর্সে।
এই কোর্স থেকে কী কী শিখবেন? ➡ Linux Operating System শিখতে পারবেন
➡ Kali Linux -এর Built In tool সম্পর্কে জানতে পারবেন
➡ Kali Linux -এর বিভিন্ন Command সম্পর্কে শিখতে পারবেন
➡ Vulnerabilities সম্পর্কে জানতে পারবেন
➡ Burp Suite সম্পর্কে জানতে পারবেন
➡ Operating System -এর Core সম্পর্কে জানতে পারবেন
কোর্স কারিকুলাম
Course Introduction ১ লেসন ✅১। Introduction
Introduction to Ethical Hacking ১ লেসন ✅১। Brief Introduction of the Course
Introduction to Hacking and Hacker ২ লেসন ✅১। What is Hacking?
✅২। Hacker Types
Linux Basics ৯ লেসন ✅১। Linux and its Distribution
✅২। Kali Linux
✅৩। Virtual Box
✅৪। Virtual Box Installation
✅৫। Kali Linux Installation
✅৬। Kali Linux Terminal
✅৭। Basic Commands of Linux
✅৮। Rename and copy command
✅৯। List, software installation, Package command
Web Hacking ৮ লেসন ✅১। Vulnerabilities
✅২। Top Web Vulnerabilities
✅৩। Setting up lab
✅৪। Content discovery
✅৫। Installing burpsuit
✅৬। SQL Injection
✅৭। Basic Usage of BurpSuite
✅৮। Cross Site scripting
Reverse Engineering ৯ লেসন ✅১। Reverse Engineering
✅২। Reverse Engineering Tools
✅৩। Radare2
✅৪। Binary Information
✅৫। Visual - Mode- Graph
✅৬। Debugging command
✅৭। Main Function
✅৮। Crackme Reverse
✅৯। Crackme Solve
The Onion Router (TOR) ৪ লেসন ✅১। Introduction to TOR
✅২। TOR browser Installation
✅৩। Browsing Dark Web
✅৪। Final Quiz
এই কোর্সটি যাদের জন্য আইটি সেক্টর প্রসারিত হওয়ার সাথে সাথে বেড়ে চলছে হ্যাকিং-এর মাত্রা। এরই সাথে বাড়ছে ইথিক্যাল হ্যাকারদের ডিমান্ডও। তাই বর্তমানে ব্যাংকিং থেকে শুরু করে সরকারি, বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানেই ইথিক্যাল হ্যাকারদের ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে, এছাড়াও হতে পারবে -
➡Vulnerability Assessor
➡Information Security Analyst
➡Security Analyst
➡Certified Ethical Hacker (CEH)
➡Ethical Hacker
➡Security Consultant
➡Security Engineer/Architect
কোর্স রিকুয়ারমেন্ট কম্পিউটার প্রোগামিং ল্যাঙ্গুয়েজ জানেন এবং কম্পিউটার সফটওয়্যারের উপর ধারণা আছে এমন যেকোনো ব্যক্তি ইথিক্যাল হ্যাকিং কোর্সটি করতে পারবেন
কোর্সটিতে কিভাবে এনরোল করবেনঃ ১. রকমারি থেকে ব্রাইট স্কিলস্-এর কোর্সটি কেনার কিছুক্ষণের মধ্যেই আপনার ইমেইলে এবং মোবাইলে একটি কুপন কোড চলে যাবে।
২. কোডটি পাওয়ার পরে ভিজিট করুন www.brightskills.com
৩. একাউন্ট তৈরি করা না থাকলে “একাউন্ট তৈরি করুন” - বাটনে ক্লিক করে আপনার নাম, ফোন নম্বর, পাসওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরি করুন এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করুন। এরপর ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন/সাইন ইন করে নিন। যদি আগে থেকেই একাউন্ট থাকে তাহলে শুধু ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন/সাইন ইন করতে হবে।
৪. এরপর আপনার ইমেইলে বা মোবাইলে পাঠানো কোর্সের লিংকে প্রবেশ করে কোর্সটি কার্টে যোগ করে নিন।
৫. কোর্স কার্টে এড করা হয়ে গেলে আপনার প্রোফাইল আইকনের নিচের “কার্ট”-এ গিয়ে “কোর্স কিনুন” বাটনে ক্লিক করে কুপন কোডের স্থানে রকমারি থেকে পাঠানো মেইল বা মোবাইলে SMS-এর মাধ্যমে যে কুপনটি পেয়েছেন সেটি বসিয়ে এপ্লাই বাটনে ক্লিক করে নিন। এপ্লাই করার পর মোট মুল্য শুন্য হলে আবার “কোর্স কিনুন” বাটনে ক্লিক করে কোর্সে এনরোল করে নিন।
জব মার্কেটে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে ব্রাইট স্কিলস এর সার্টিফিকেট ভিন্ন মাত্রা যোগ করবে: জব মার্কেটে ব্রাইট স্কিলস এর এই সার্টিফিকেট আপনি বাড়তি যোগ্যতার প্রমাণ হিসেবে দেখাতে পারবেন। দক্ষতা অর্জনের এই সার্টিফিকেট ইন্ডাস্ট্রিতে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টে সহায়তা করবে। ব্রাইট স্কিলস এর এই সার্টিফিকেট জব ইন্ডাস্ট্রিতে আপনাকে প্রফেশনাল হিসেবে ইন্ট্রোডিউস করাবে। LinkedIn এর মতো প্রফেশনাল ওয়েবসাইটে সার্টিফিকেট অ্যাড করতে পারবেন।