Summary:
আপনি নিজেও তত জায়গায় পৌঁছাতে পারবেন না যত জায়গায় আপনার সিভি পৌঁছাতে পারে। তাই আপনার সিভির মাধ্যমে নিয়োগকর্তা পর্যন্ত পৌঁছাতে হলে আপনার সিভি হতে হবে গোছানো ও আকর্ষণীয় এবং প্রফেশনাল। নিজের ব্যক্তিত্বের বিশেষত্ব এবং অন্য candidate-দের চেয়ে নিজেকে আলাদাভাবে প্রেজেন্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে Professional CV. তাই সিভি, রিজিউমি এবং বায়োডাটার মধ্যে পার্থক্য, একটি প্রফেশনাল সিভির Format এবং Content কেমন হবে তাছাড়াও প্রফেশনাল সিভির জন্য Cover Letter কেমন হবে তার সবকিছুই তুলে ধরা হবে Make CV in Professional Way কোর্সটিতে। তাই নিজেকে Job Industry -তে নিজেকে Professional -ভাবে তুলে ধরতে আজই এনরোল করুন Make CV in Professional Way কোর্সে।
এই কোর্স থেকে কী কী শিখবেন? ➡সিভি, রিজিউমি এবং বায়োডাটার মধ্যে পার্থক্য
➡প্রফেশনাল সিভির Format এবং Content কেমন হবে
➡প্রফেশনাল সিভিতে কোন বিষয়গুলো থাকা জরুরী
➡Cover Letter -এর প্যাটার্ন কেমন হবে
ক্যারিয়ার কোচিং শিখে ক্যারিয়ার গড়ার সুযোগ কেমন? সিভি রাইটিং-এ স্কিলড হলে খুব সহজেই জবের জন্য আপনার সিভি সিলেক্ট হবে এবং জব মার্কেটে ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন।
কোর্স কারিকুলাম
Course Introduction ১ লেসন ✅১। Course Introduction
Biodata, Cv, Resume, Profile and Protfolio ১ লেসন ✅১। Biodata, Cv, Resume, Profile and Portfolio
Professional Resume Writing - Content or Format ১ লেসন ✅১। Professional Resume Writing - Content or Format
Fresher's Professional Resume ১ লেসন ✅১। Fresher's Professional Resume
Professional Resume for Experienced Person ১ লেসন ✅১। Professional Resume for Experienced Person
Smart Statements for Professional Resume ১ লেসন ✅১। Smart Statements for Professional Resume
Powerful Words for Professional Resume ১ লেসন ✅১। Powerful Words for Professional Resume
Pattern of Cover Letter for Professional Resume ২ লেসন ✅১। Pattern of Cover Letter for Professional Resume
✅২। Final Quiz
কোর্সটিতে কিভাবে এনরোল করবেনঃ ১. রকমারি থেকে ব্রাইট স্কিলস্-এর কোর্সটি কেনার কিছুক্ষণের মধ্যেই আপনার ইমেইলে এবং মোবাইলে একটি কুপন কোড চলে যাবে।
২. কোডটি পাওয়ার পরে ভিজিট করুন www.brightskills.com
৩. একাউন্ট তৈরি করা না থাকলে “একাউন্ট তৈরি করুন” - বাটনে ক্লিক করে আপনার নাম, ফোন নম্বর, পাসওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরি করুন এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করুন। এরপর ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন/সাইন ইন করে নিন। যদি আগে থেকেই একাউন্ট থাকে তাহলে শুধু ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন/সাইন ইন করতে হবে।
৪. এরপর আপনার ইমেইলে বা মোবাইলে পাঠানো কোর্সের লিংকে প্রবেশ করে কোর্সটি কার্টে যোগ করে নিন।
৫. কোর্স কার্টে এড করা হয়ে গেলে আপনার প্রোফাইল আইকনের নিচের “কার্ট”-এ গিয়ে “কোর্স কিনুন” বাটনে ক্লিক করে কুপন কোডের স্থানে রকমারি থেকে পাঠানো মেইল বা মোবাইলে SMS-এর মাধ্যমে যে কুপনটি পেয়েছেন সেটি বসিয়ে এপ্লাই বাটনে ক্লিক করে নিন। এপ্লাই করার পর মোট মুল্য শুন্য হলে আবার “কোর্স কিনুন” বাটনে ক্লিক করে কোর্সে এনরোল করে নিন।
জব মার্কেটে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে ব্রাইট স্কিলস এর সার্টিফিকেট ভিন্ন মাত্রা যোগ করবে: জব মার্কেটে ব্রাইট স্কিলস এর এই সার্টিফিকেট আপনি বাড়তি যোগ্যতার প্রমাণ হিসেবে দেখাতে পারবেন। দক্ষতা অর্জনের এই সার্টিফিকেট ইন্ডাস্ট্রিতে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টে সহায়তা করবে। ব্রাইট স্কিলস এর এই সার্টিফিকেট জব ইন্ডাস্ট্রিতে আপনাকে প্রফেশনাল হিসেবে ইন্ট্রোডিউস করাবে। LinkedIn এর মতো প্রফেশনাল ওয়েবসাইটে সার্টিফিকেট অ্যাড করতে পারবেন।