Summary:
About Course সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য অটোক্যাড প্ল্যান, এলিভেশন, সেকশন এই ধরণের ড্রয়িংগুলো স্ট্রাকচারাল ড্রয়িং এর বাইরে এবং আর্কিটেকচারাল ড্রয়িং এর অন্তর্ভুক্ত হলেও আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়াররাই এই ড্রয়িংগুলো করে থাকেন।
কলাম শিডিউল, কলাম লেয়াউট, ফুটিং সেকশন, বীম সেকশন এই ধরণের ড্রয়িংগুলোই প্রধানতঃ স্ট্রাকচারাল ড্রয়িং এর অন্তর্গত। স্ট্রাকচারাল ড্রয়িং এর প্রধান উদ্দেশ্যই হল ডিজাইনের বিভিন্ন অংশগুলোর ব্যাপারে বিস্তারিত ধারণা নেয়া।
যেকোন স্ট্রাকচারাল ড্রয়িং এর মূল্ভিত্তি হলো প্ল্যান। একজন আর্কিটেক্ট প্রথমে প্ল্যান, এলিভেশন, সেকশন এই ধরণের ড্রয়িং এর কাজ করে থাকেন।
ফ্লোর প্ল্যানের মাধ্যমে তিনি টপ ভিউ থেকে একটি ল্যান্ডস্ক্যাপে কি ধরণের ডিজাইন হয় তা খুব সহজে উপস্থাপন করে থাকেন।একটি নির্দিষ্ট জায়গায় কয়টি রুম হবে; রুমের বিভিন্ন আসবাবপত্র কিরকম হবে; রান্নাঘর, টয়লেট কোথায় হবে; বারান্দা কোন কোন রুমের সাথে থাকবে- এই সব বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায় একটি সুনির্দিষ্ট প্ল্যান থেকে।
এরপর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এই মূল চারটি দিক থেকে তিনি চারটি এলিভেশন তৈরি করেন যেগুলো যথাক্রমে নর্থ এলিভেশন, সাউথ এলিভেশন, ইস্ট এলিভেশন ও ওয়েস্ট এলিভেশন নামে পরিচিত। এর বাইরেও উত্তর-পূর্বকোণ, দক্ষিণ-পূর্বকোণ- এরকম বিভিন্ন কৌণিক দিক থেকেও একটি দালানের বিভিন্ন এলিভেশন আঁকা যায়।
এরপরই আসে সেকশনের কাজ। যেকোন সেকশন আমরা সাধারণতঃ উলম্বদিকের বা ভার্টিক্যাল ডাইমেনশন বা পরিমাপ জানার জন্যই এঁকে থাকি। সেকশন কমপক্ষে দুইটি আঁকা উচিত- একটি অনুভূমিক সেকশন এবং অপরটি উলম্ব সেকশন। দুই সেকশনের যেকোন একটিকে অবশ্যই সিঁড়ির উপর দিয়ে টানতে হবে- যাতে সবকিছুরই পরিমাপ আমরা পুংখানুপুংখরূপে অনুধাবন করতে পারি। রাজউক প্ল্যান অনুমোদনের জন্য অন্যান্য বিভিন্ন ড্রয়িং এর পাশাপাশি প্ল্যান, এলিভেশন,সেকশন কিন্তু অবশ্যই অন্তর্ভুক্ত করতে হয়।
এই আর্কিটেকচারাল ড্রয়িংগুলো আঁকা প্রধানতঃ আর্কিটেক্টদের কাজ হলেও আমাদের দেশে অনেক ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়াররাও বিশেষ প্রয়োজনে এই কাজগুলো সম্পন্ন করে থাকেন।
এরপরই শুরু হয় অটোক্যাডে স্ট্রাকচারাল ড্রয়িং এর কাজ।কারণ, অটোক্যাডে স্ট্রাকচারাল ড্রয়িং এর মূল ভিত্তিই হলো বিল্ডিং এর ফ্লোর প্ল্যান।
এর পাশাপাশি ইট্যাবস বা এই ধরণের বিভিন্ন স্ট্রাকচারাল এনালাইসিস সফটওয়্যার থেকে বিভিন্ন ডাটা নিয়ে ইঞ্জিনিয়াররা তাদের স্ট্রাকচারাল ডিজাইনে পরিপূর্ণতা নিয়ে আসেন। স্ট্রাকচারাল এনালাইসিস সফটওয়্যার থেকে পাওয়া এই ডাটাই কিন্তু কলাম পজিশন নির্ধারণ করার মূল ভিত্তি।
কলাম পজিশন জেনে নেয়ার পর, অটোক্যাডে ইঞ্জিনিয়াররা কলাম লেয়াউট, কলাম শিডিউল, ফুটিং লেয়াউট, গ্রেড বীম-ফ্লোর বীম লেয়াউট প্রভৃতি ডিজাইনিং এর কাজ শুরু করেন। এর পাশাপাশি কলাম সেকশন, ফুটিং সেকশন, বীম সেকশন এর মাধ্যমে যে উলম্ব সেকশনের কাজ তাও একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার সহজেই ফুটিয়ে তোলেন।
বিভিন্ন সেকশনের ডিজাইনের মাধ্যমে যে পরিমাণ রড লাগবে তার হিসাব সহজেই পরিমাপ করা যায়। প্রতি সেকশনের ডিজাইনেই দেখিয়ে দেয়া হয় কি পরিমাণ স্ট্রেইট বার থাকা প্রয়োজন বা কি পরিমাণ এক্সট্রা টপ বা এক্সট্রা বটম বার স্ট্রাকচারের দীর্ঘস্থায়িত্বের জন্য প্রয়োজনীয় তার পরিপূর্ণ ডিজাইন।
রাজউকে প্ল্যানের অনুমোদনের জন্য স্ট্রাকচারাল ডিজাইন রাজউক শিটে ব্যবহার করার প্রয়োজন না হলেও-পৌরসভাতে প্ল্যান অনুমোদনের জন্য যেকোন একটি স্ট্রাকচারাল ড্রয়িং কিন্তু অবশ্যই প্রদান করতে হয়।কাজেই সহজেই বোঝা যাচ্ছে যে, অটোক্যাডে স্ট্রাকচারাল ড্রয়িং কিভাবে করতে হয় তা না জানলে একজন সিভিল ইঞ্জিনিয়ার কর্মক্ষেত্রে খুব একটা সুবিধা করে উঠতে পারবেন না।
এমনকি, তিনি যদি ডিজাইনার নাও হন-তাও অন্য ইঞ্জিনিয়ারের পাঠানো ডিজাইন পরিপূর্ণভাবে বুঝতেও কিন্তু অটোক্যাডে স্ট্রাকচারাল ড্রয়িং – এ দক্ষতা অর্জন করা অতীব জরুরী।
অটোক্যাড এমন একটি সফটওয়্যার যা সিভিল ইঞ্জিনিয়ারিং এর এই ধরণের ডিজাইনিং এর কাজে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফার্মে ও ফ্যাক্টরিতে বহুল ব্যবহৃত হয়। বিভিন্ন সহজ ও জটিল নকশা তৈরির জন্য ডিজাইনারদের প্রথম পছন্দই হল অটোক্যাড।
অটোক্যাড হল একটি Computer Aided Design software যা 2-D ও 3-D ডিজাইনে বহুল ব্যবহৃত হয়। এর প্রস্তুতকারক ও প্রকাশক হল Autodesk Inc.
পিসিতে প্রথম দিকের Computer Aided Design এর সফটওয়্যার গুলার একটি হল অটোক্যাড। প্রায় ৩৭ বছর যাবত এই অটোক্যাড সফটওয়্যার রাজত্ব করছে এবং ভবিষ্যতেও করবে।
What Will You Learn? ➡ এবার জেনে নিই এই কোর্সটি করে আপনি চাকরি/অনলাইনে কি কি কাজ করতে পারবেনঃ
➡ বিল্ডিং ফ্লোর প্ল্যান ডিজাইন
➡ বিভিন্ন ধরণের এলিভেশন ড্রয়িং
➡ বিভিন্ন ধরণের সেকশনের কাজ
➡ কলাম লেয়াউট
➡ কলাম শিডিউলিং
➡ গ্রেড বীম লেয়াউট
➡ ফুটিং লেয়াউট
➡ কলাম সেকশন
➡ বীম সেকশন
➡ রাজউক প্ল্যান সাবমিশন
Course Content অটোক্যাড ২০২০ নতুন ফিচার নিয়ে টিউটোরিয়াল ➡ পর্ব ১ঃ অটোক্যাড ২০২০ এর নতুন রাইট ক্লিক মেন্যু 08:11
➡ পর্ব ২ঃ অটোক্যাড ২০২০ এর কিবোর্ড শর্টকাট 10:40
➡ পর্ব ৩ঃ অটোক্যাড ২০২০ ইউজার ইন্টারফেসে নেভিগেশন 17:02
➡ পর্ব ৪ঃ অটোক্যাড ২০২০ তে অবজেক্ট লেয়ার প্রোপার্টিজ 14:34
➡ পর্ব ৫ঃ অটোক্যাড ২০২০ এর কুইক ম্যাজার কমান্ড- টুল প্যালেট 03:35
অটোক্যাড ইউজার ইন্টারফেস পরিচিতি ➡ পর্ব ৬ঃ ইউজার ইন্টারফেস ইন্ট্রোডাকশন (এপ্লিকেশন মেন্যু, ট্যাবস, রিবন, প্যানেল) 23:50
➡ পর্ব ৭ঃ স্ট্যাটাস বারের ব্যবহার 08:01
➡ পর্ব ৮ঃ অবজেক্ট স্ন্যাপ এবং অবজেক্ট ট্র্যাকের ব্যবহারিক প্রয়োগ 07:42
➡ পর্ব ৯ঃ অর্থো মুড এবং পোলার ট্র্যাকিং এর ব্যবহার 09:10
➡ পর্ব ১০ঃ ড্রয়িং লাইন, আর্ক, সারকেল, রেকটেঙ্গেল, পলিগন 10:29
অটোক্যাডে ড্রয়িং এর বিভিন্ন বেসিক বিষয় ➡ পর্ব ১১ঃ ড্রয়িং পলিলাইন, স্প্লাইন 12:27
➡ পর্ব ১২ঃ লেয়ার প্রোপার্টিজ এর প্রাথমিক ধারণা 11:57
➡ পর্ব ১৩ঃ প্যান, জুম, ভিউ কিউব, নেভিগেশন বার এর ব্যবহার 11:07
➡ পর্ব ১৪ঃ সিলেক্টিং অবজেক্ট 10:23
➡ পর্ব ১৫ঃ ডাইমেনশন স্টাইল সেট আপ 15:15
অটোক্যাডে টাইটেল ব্লক এবং স্কেলিং ➡ পর্ব ১৬ঃ গ্রিড , স্ন্যাপ, কো-অর্ডিনেট ব্যবহার করে ড্রয়িং 16:21
➡ পর্ব ১৭ঃটেক্সট স্টাইল এর ব্যবহার 14:20
➡ পর্ব ১৮ঃ টাইটেল ব্লক তৈরি এবং পেইজ সেটাপ- পার্ট ১ 11:34
➡ পর্ব ১৯ঃ টাইটেল ব্লক তৈরি এবং পেইজ সেটাপ- পার্ট ২ 07:56
➡ পর্ব ২০ঃ টাইটেল ব্লক তৈরি এবং পেইজ সেটাপ- পার্ট ৩ 14:01
অটোক্যাডে দ্বিমাত্রিক ব্যবস্থায় বহুল ব্যবহৃত কমান্ডসমূহ ➡ পর্ব ২১ঃ মুভ-কপি-রোটেট-স্কেল কমান্ড এর প্রয়োগ 12:54
➡ পর্ব ২২ঃ রেক্টেংগুলার এবং পোলার এরে 07:42
➡ পর্ব ২৩ঃ অফসেট ও মিররের ব্যবহারিক প্রয়োগ 08:05
➡ পর্ব ২৪ঃ ফিলেট ও চেমফারের ব্যবহার 11:52
➡ পর্ব ২৫ঃ স্ট্রেচ ও লেংদেনের ব্যবহার 14:47
অটোক্যাডে দ্বিমাত্রিক অবস্থায় ব্যবহৃত কিছু এডভান্স কমান্ড ➡ পর্ব ২৬ঃ হ্যাচ ও গ্র্যাডিয়েন্টের ব্যবহার 10:29
➡ পর্ব ২৭ঃ ব্রেক ও জয়েন কমান্ডের ব্যবহার 06:41
➡ পর্ব ২৮ঃ ডিভাইড ও মেজার কমান্ডের ব্যবহার 10:09
➡ পর্ব ২৯ঃ কুইক এক্সেস টুলবার কাস্টোমাইজ করা 09:57
➡ পর্ব ৩০ঃ ডাইমেনশন ও ডাইমেনশন ওভাররাইডের এডিটিং 10:43
এডভান্সড ডাইমেনশনিং ➡ পর্ব ৩১ঃ কন্টিনিউয়াস ডাইমেনশনিং ও বেজলাইন ডাইমেনশনিং 11:13
➡ পর্ব ৩২ঃ অবজেক্ট লেয়ার প্রোপার্টিজের ব্যবহার এবং এলটি স্কেল এর প্রয়োগ 13:16
➡ পর্ব ৩৩ঃ হাইড এবং আইসোলেট অবজেক্ট এর সিস্টেম 05:19
➡ পর্ব ৩৪ঃ অটোক্যাডে একটি টেবল তৈরি করার পদ্ধতি 13:24
➡ পর্ব ৩৫ঃ টেবলে ফিল্ড ব্যবহার করা 12:13
বিভিন্ন ধরণের ব্লক সম্পর্কে বিস্তারিত ধারণা ➡ পর্ব ৩৬ঃ গ্রুপ ম্যানেজার এর প্রয়োগ 14:57
➡পর্ব ৩৭ঃ একটি ব্লক তৈরি এবং ইন্সার্ট করার পদ্ধতি 09:51
➡ পর্ব ৩৮ঃ ব্লক রিডিফাইন করা 00:00
➡ পর্ব ৩৯ঃ ডাইনামিক ব্লক ব্যবহার করা 10:42
➡ পর্ব ৪০ঃ ডাব্লিউ ব্লকের প্রয়োগ 08:33
অটোক্যাডের বিভিন্ন টুলের প্রয়োগ করে বিভিন্ন জ্যামিতিক আকৃতি তৈরির পদ্ধতি ➡ পর্ব ৪১ঃ সেন্টার লাইন ডাইমেনশনিং 06:44
➡ পর্ব ৪২ঃ রিজিওনের ব্যবহার 07:45
➡ পর্ব ৪৩ঃ মেজার টুলের ব্যবহারিক প্রয়োগ 08:03
➡ পর্ব ৪৪ঃ এরিয়া টুলের ব্যবহার 07:52
➡ পর্ব ৪৫ঃ ডিফল্ট টেমপ্লেটের সাহায্যে ড্রয়িং সেটাপ 18:24
দ্বিমাত্রিক ব্যবস্থায় প্ল্যান ড্রয়িং এর বিস্তারিত বিষয়াবলী ➡ পর্ব ৪৬ঃ ২ ডি প্ল্যান ড্রয়িং এ দরজা আঁকা 25:51
➡ পর্ব ৪৭ঃ ২ ডি তে সিঁড়ি আঁকা 21:47
➡ পর্ব ৪৮ঃপ্ল্যান ড্রয়িং এ ওয়াল এবং কলাম আঁকা 20:44
➡ পর্ব ৪৯ঃ প্ল্যান ড্রয়িং এ টেক্সটের ব্যবহার 18:51
➡ পর্ব ৫০ঃপ্ল্যান ড্রয়িং এ জানালার ব্যবহার 10:02
➡ পর্ব ৫১ঃ প্ল্যান ড্রয়িং এর বিস্তারিত বিষয়াবলী 15:36
এলিভেশন ড্রয়িং এর টিউটোরিয়ালসমূহ ➡ পর্ব ৫২ঃ ফ্লোর প্ল্যানের এলিভেশনের কন্সট্রাকশন লাইন ড্রয়িং 09:14
➡ পর্ব ৫৩ঃএলিভেশনের উইন্ডো আঁকা 12:47
➡ পর্ব ৫৪ঃএলিভেশনের দরজা আঁকা 11:44
➡ পর্ব ৫৫ঃএলিভেশনের দরজা আঁকা 11:58
➡ পর্ব ৫৬ঃগ্রাউন্ড ফ্লোরের এলিভেশন আঁকা 16:54
➡ পর্ব ৫৭ঃছাদের এলিভেশন আঁকা 13:28
➡ পর্ব ৫৮ঃপ্ল্যানের এলিভেশনের হ্যাঁচ আঁকা 14:01
সেকশন ড্রয়িং এর টিউটোরিয়ালসমূহ ➡ পর্ব ৫৯ঃফ্লোর প্ল্যানের সেকশন আঁকা 16:45
➡ পর্ব ৬০ঃ সেকশন ড্রয়িং এর জানালা আঁকা 12:52
➡ পর্ব ৬১ঃসেকশন ড্রয়িং এর দরজা আঁকা 08:39
➡ পর্ব ৬২ঃসেকশন ড্রয়িং এর সিড়ির রেলিং 11:16
➡ পর্ব ৬৩ঃসেকশন ড্রয়িং এর বীম আঁকা 16:41
➡ পর্ব ৬৪ঃসেকশন প্ল্যানে হ্যাচ আঁকা 17:11
গ্রেড বীম-ফুটিং-কলাম লেয়াউট ➡ পর্ব ৬৫ঃ কলাম লেয়াউট আঁকা 23:25
➡ পর্ব ৬৬ঃ গ্রেড বীম লেয়াউট আঁকা 11:59
➡ পর্ব ৬৭ঃ কলাম শিডিউল আঁকা 15:02
➡ পর্ব ৬৮ঃ ফুটিং লেয়াউট নিয়ে বিস্তারিত আলোচনা 11:10
➡ পর্ব ৬৯ঃফুটিং সেকশনের খুঁটিনাটি বিষয়াবলী 09:24
কলাম সেকশন- বীম সেকশন এর টিউটোরিয়ালসমূহ ➡ পর্ব ৭০ঃকলাম সেকশন নিয়ে বিস্তারিত আলোচনা- পার্ট ০১ 16:45
➡ পর্ব ৭১ঃকলাম সেকশন নিয়ে বিস্তারিত আলোচনা- পার্ট ০২ 17:05
➡ পর্ব ৭২ঃবীম সেকশন – পার্ট ০১ 13:57
➡ পর্ব ৭৩ঃবীম সেকশন – পার্ট ০২ 18:43
➡ পর্ব ৭৪ঃবীম সেকশন – পার্ট ০৩ 07:14
রাজউক এবং পৌরসভা প্ল্যানিং এর বিষয়াবলী ➡ পর্ব ৭৫ঃ রাজউক প্ল্যান প্রস্তুতি 17:20
➡ পর্ব ৭৬ঃ রাজউক এবং পৌরসভা শিটের পার্থক্য 14:49
➡ পর্ব ৭৭ঃ রাজউক শিটের চুড়ান্ত প্রস্তুতি 18:05
অটোক্যাডে থ্রিডি এর বেসিক কমান্ড এর টিউটোরিয়ালসমূহ ➡ পর্ব ৭৮ঃ অটোক্যাড থ্রিডিতে বক্স-কোণ- স্ফিয়ার কমান্ড 13:47
➡ পর্ব ৭৯ঃ ডাইনামিক ইউসিএস -কোঅর্ডিনেটের কাজ 11:15
➡ পর্ব ৮০ঃ থ্রিডি এক্সট্রুড কমান্ড 21:17
➡ পর্ব ৮১ঃ লফট কমান্ড 05:32
➡ পর্ব ৮২ঃ থ্রিডি রিভোলভ কমান্ড 08:28
➡ পর্ব ৮৩ঃ থ্রিডি সুইপ কমান্ড এর প্রয়োগ 12:09
➡ পর্ব ৮৪ঃ প্রেসপুল কমান্ড এর ব্যবহারিক প্রয়োগ 07:39
➡ পর্ব ৮৫ঃ ত্রিমাত্রিক ব্যবস্থায় বুলিয়ান অপারেশন 07:38
➡ পর্ব ৮৬ঃ থ্রিডিতে রেকটেংগুলার এবং পোলার এরে 09:43
➡ পর্ব ৮৭ঃ সেকশন এবং প্লেনের বিস্তারিত আলোচনা 12:07
➡ পর্ব ৮৮ঃ ফিলেট – এইজ – চেমফার কমান্ড এর প্রয়োগ 12:23
➡ পর্ব ৮৯ঃ সারফেস কমান্ড এর প্রয়োগ 08:03
অটোক্যাডে থ্রিডি বিল্ডিং স্ক্র্যাচ থেকে তৈরির পদ্ধতি ➡ পর্ব ৯০ঃ থ্রিডি বিল্ডিং এর ওয়াল এবং কলাম তৈরি 12:39
➡ পর্ব ৯১ঃ থ্রিডি বিল্ডিং এর ওয়ালে উইন্ডো তৈরি 11:15
➡ পর্ব ৯২ঃ থ্রিডি বিল্ডিং এর উইন্ডো প্যানেল 21:17
➡ পর্ব ৯৩ঃ থ্রিডি বিল্ডিং এর সিড়ি 12:37
➡ পর্ব ৯৪ঃ থ্রিডি বিল্ডিং এর বারান্দা এবং সিড়ির রেইলিং 20:36
➡ পর্ব ৯৫ঃ থ্রিডি বিল্ডিং এর ত্রিমাত্রিক দরজা 23:03
➡ পর্ব ৯৬ঃ থ্রিডি বিল্ডিং এর প্লিন্থ এবং র্যাম 13:16
➡ পর্ব ৯৭ঃ থ্রিডি বিল্ডিং এর স্ল্যাব এবং ছাদ 10:11
➡ পর্ব ৯৮ঃ থ্রিডি বিল্ডিং এর বিভিন্ন ক্ষেত্রে ম্যাটেরিয়াল তৈরি 10:57
➡ পর্ব ৯৯ঃ থ্রিডি বিল্ডিং এর ফিনিশিং 13:30
➡ পর্ব ১০০ঃ থ্রিডি বিল্ডিং এর ড্রয়িং এর কারেকশনসমূহ 04:46