নবীজি (সাঃ) বয়ান করতেন। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে। কখনাে কোনাে নির্দেশনা, কখনাে হৃদয়গ্রাহী কোনাে ঘটনা। সাহাবা (রাঃ) কান পেতে শুনতেন। কেউ লিখে রাখতেন, কেউ আত্মস্থ করতেন। সে সকল ঘটনা চর্চিত হয়ে আসছে। ছড়িয়ে ছিটিয়ে। তাফসিরতরজমার বিস্তৃত পরিসরে। অশালীন, কুরুচিপূর্ণ গল্পে যখন সয়লাব বই বাজার। তখন লেখক হাফেজ মাওলানা নুর মুহাম্মাদ হাদিসের বিস্তৃত জগৎ থেকে নির্বাচন করে সুনিপুণ ও দক্ষ হাতে সেই গল্পগুলাে চমৎকারভাবে উপস্থাপন করেছেন শিশু-কিশাের, আবাল-বৃদ্ধ-বনিতা সকলের জন্য। যেগুলাে পড়ে এবং শুনে যেভাবে সিক্ত হবে শিশু মন। তেমনি সেগুলাে পড়ে ও শুনে আলােয় ভরে উঠবে বড়দের পাথুরে হৃদয়। কখনাে আনমনে হুঁ হুঁ করে কেঁদে উঠবে। কখনােবা অন্যায়-অবিচারের বিরুদ্ধে হাত মুষ্টিবদ্ধ হবে। হাদিসের শিক্ষায় শিক্ষিত মানুষ সমাজের কীট হবে না। নৈতিক অবক্ষয়ের অতল গহ্বরে হারিয়ে যাবে না। শিক্ষণীয় গল্পে সমৃদ্ধ এ বই আপনার, আপনার সন্তানের, আপনার ভাতিজা-ভাতিজির, আপনার ভাগ্নে-ভাগ্নির ও আপনার নাতি-নাতনির জন্য হতে পারে অমূল্য উপহার। নিঃসংকোচে নিজে বইটি পড়তে পারেন। তুলে দিতে পারেন অন্যের হাতে। লেখকের আগামীর পথচলা হােক কুসুমাস্তীর্ণ। জীবন হােক কর্মমুখর ও বর্ণাঢ্যময়। এ ধারাবাহিকতায় এটি প্রথম পর্ব হলেও আমরা আশা করি, ইনশা আল্লাহ লেখক তা অব্যাহত রাখবেন এবং পাঠকদের দারুণ দারুণ বই উপহার দেবেন।