মুদ্রিত পত্রিকার দিন কি শেষ? এ প্রশ্ন আসছে এ কারণে যে মানুষ এখন অনেক বেশি অনলাইন পত্রিকা নির্ভর হয়ে পড়েছে। বিশেষ করে ফেসবুকেই এখন প্রতি মুহূর্তের সংবাদ পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন ওয়েব পত্রিকার লিংক থেকে নানা রকম তথ্য ও ছবি পাওয়া সহজ হয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার অনলাইনকে অনেক সহজ ও সময়পোযোগী করে দেওয়ায় তথ্য প্রযুক্তি খাতে ঘটেছে ব্যাপক বিপ্লব। অনলাইন সাংবাদিকতা সহজ হলেও এটি একটি চ্যালেঞ্জিং ব্যাপার। কেননা সঠিক সংবাদ সবার আগে পরিবেশন করাটা কিন্তু সহজ কাজ নয়। তাই যারা অনলাইন সাংবাদিকতা করতে আগ্রহী তাদের এ বিষয়ে সম্মুখ ধারণা থাকা অবশ্যক। সে কথা বিবেচনা করেই লেখক নাসির আহমেদ রাসেল লিখেছেন ‘অনলাইন সাংবাদিকতা’ বইটি। তিনি নিজেও একজন সাংবাদিক। বইটির সূচিপত্রে রয়েছে- অনলাইন সাংবাদিকতা, অনলাইন সংবাদমাধ্যম, অনলাইন সংবাদমাধ্যমের প্রকারভেদ, আপনি যখন সাংবাদিক, অনলাইন সংবাদ সংস্থার সম্পাদকদের সাক্ষাৎকার, অনলাইন সংবাদমাধ্যম পরিচালনার আইন-কানুন, অনলাই সংবাদ সংস্থার পদ-পদবি, দায়িত্ব ও বেতন কাঠামোসহ আরো অনেক গুরুপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বইটিতে। অনলাইন সাংবাদিকতার বিষয়ে সর্বশেষ তথ্য সংযুক্ত করা হয়েছে বইটির বিভিন্ন লেখায়। আরও তথ্য প্রযুক্তির নির্ভর আগামী সময়ে নিজকে সেইভাবে তৈরি করতে বইটি সহায়ক ভূমিকা রাখবে।
জন্ম ১৯৮৪ সালের ৩০ ডিসেম্বর। বাগেরহাটের শরণখোলা উপজেলায়। ক্যারিয়ারের অনেকটা সময় কাজ করেছেন দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি অনলাইন বার্তা সংস্থায়। দুই বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন জনপ্রিয় অনলাইন সংবাদ সংস্থা শীর্ষ নিউজ ডটকম ও সাপ্তাহিক শীর্ষ কাগজের নির্বাহী সম্পাদক হিসেবে। সাংবাদিকতার পাশাপাশি গবেষণাধর্মী লেখালেখি করছেন তিনি।