"জীবনীগ্রন্থ পল্লীকবি জসীম উদ্দীন" বইয়ের সংক্ষিপ্ত কথা: ১৯০৩ সালের ১ জানুয়ারি জসীম উদ্দীনের জন্ম নানাবাড়িতে, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। তাঁর পৈতৃক ভিটা তাম্বুলখানার পাশের গ্রাম গোবিন্দপুর। এই গোবিন্দপুরেই কবির বাল্যকাল ও কৈশোর অতিবাহিত হয়েছে। কুমার নদীর তীরে এই গোবিন্দপুর গ্রাম। এই কুমার নদ বা নদী কবির ভাষায় মরা গাঙ। এই মরা গাঙে তিনি অতিবাহিত করেছেন তাঁর ছেলেবেলার অনেকটা সময়। এই গোবিন্দপুরেই কবি জসীম উদ্দীনের তিন পুরুষের ভিটা। জানা যায় কবির পিতা, পিতামহ ওই অঞ্চলের প্রভাবশালী লোক ছিলেন। গ্রামীণ সমাজের রাজনীতি ও ধর্মীয় ব্যাপারে এলাকায় তাঁদের পরিবার দীর্ঘকাল আধিপত্য করেছে। ফরিদপুর জেলা শহর থেকে একটু দূরে তাম্বুলখানা গ্রাম। সেই তাম্বুলখানায় বর্তমানে আর কবির মামাদের কোনো উত্তরাধিকার নেই। এই গ্রামে কবি জসীম উদ্দীনের নামে সমপ্রতি একটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। কবির পিতার নাম আনসার উদ্দিন মোল্লা। তিনি ছিলেন স্কুল শিক্ষক। মৌলবী আনসার উদ্দিন নামেও তিনি পরিচিত ছিলেন। কবির মায়ের নাম আমিনা খাতুন ওরফে রাঙাছুট। কবির প্রকৃত নাম মোহাম্মদ জসীম উদ্দীন মোল্লা। কিন্তু বংশীয় পদবী মোল্লা তিনি তাঁর নামের সাথে লেখেন নি। তাঁর নামের বানানেও ব্যতিক্রম আছে, তিনি উদ্দিন না লিখে লিখেছেন উদ্দীন। ১৯৪৩ সালে মহসীন উদ্দীনের মেয়ে দশম শ্রেণির ছাত্রী মমতাজ-এর সাথে বিয়ে সম্পন্ন হয় কবির। তিনি ১৩ মার্চ ১৯৭৬ সনের ঢাকায় মৃত্যুবরণ করেন। তাঁর শেষ ইচ্চা অনুসারে তাঁকে ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে তাঁর দাদীর কবরের পাশে দাফন করা হয়।