"কমন সাইজের জীবন" বইয়ের সংক্ষিপ্ত কথা: জানি না একটি কবিতার জন্য হাঁটতে হয় কতটা পথ, কতটা জানতে হয়, পড়তে হয় কতটা। কেবল পাশের আসনে যাত্রীর বসা দেখে বুঝে নিতে পারি তার প্রতিবেশীরা কেমন আছেন। এটুকুই জানাশোনা আমার। লিখে যায় নিজের মতো করে। প্রেম আমার প্রথম উপজীব্য। সরল যাপিত জীবনের ফিরিস্তিই হয়তো দূষণ এনেছে আমার কবিতায়। গার্হস্থ্য জীবনের অকথ্য সত্যবিলাপ বদলে দিয়েছে প্রতিটি চরণের ধ্বনিরূপ। তবু ধন্যবাদ তাদেরকে যারা আমায় লিখতে তাড়না দেয়। কবিতা দীর্ঘদিন না লিখলে আমি অস্থির হয়ে উঠি। কোন কাজেই মন বসে না। পছন্দ করি উপসংহারের কথা না ভেবে ভালোবেসে যেতে। একই দুঃখ একই সুখ বেশিদিন সইতে পারি না। বারবার বলি তাই বাসি দুঃখে এলার্জি বাড়ে। জীবনের প্রফ কপি দেখে নেওয়ার সুযোগ নেই তাই ভুলগুলো ক্ষমা করবেন। এই বইটির অবশ্য প্রুফ কপি দেখার সুযোগ পেয়েছি তবু কিছু বানান প্রমাদ থাকতে পারে। কারো পাত্রেই আমি অরুচি হতে চাইনি। তবু যারা কাটা বেছে খেতে শিখেছেন, তাদের জন্য শুভকামনা। এ গ্রন্থের কবিতাগুলো সস্তা জীবনের সস্তা শব্দের মিশেলে কিছু প্রলাপ মনে করতেই পারেন। ছন্দের পাড় ভেঙে এখানে ভাসিয়েছি কিছু দানাদার আবেগ। জীবনটা হোক কমন সাইজের। পাঠকের জন্য ভালোবাসা রইলো। ভাস্কর্যের মতো উড়ার ভঙ্গিতে আমরা কংক্রিটে আটকা না থেকে আসুন একবার উড়ার সাহস করি।
পিতা সনৎ ব্যানার্জী ও মাতা আরতী ব্যানার্জীর একমাত্র পুত্র। ১৫ অক্টোবর ১৯৮৬ সালে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার অর্ন্তগত বানুড়িয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ২০১০ সালে বিএসসি-ইন-সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেন এবং বর্তমানে ‘বিল্ডিং কনস্ট্রাকশন এন্ড কনসালটেন্সি’ নামের একটি প্রতিষ্ঠানে পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। পত্র-পত্রিকায় লেখালেখির পাশাপাশি সাহিত্যের বিভিন্ন শাখায় তার দশটি বই প্রকাশিত হয়েছে। এছাড়া সম্পাদনা করেছেন কবিতার কাগজ ক্ষয়, মাস্তুল ও পথ। ই-মেইল: [email protected] কবির অন্যান্য বই : গাঁয়ের পানে এসো (ছড়াগ্রন্থ-২০০৩) কষ্টে জ¦লে উঠি (ছড়াগ্রন্থ-২০০৩) বড় ব্যথা এই বুকে (উপন্যাস-২০০৪) পাঁচ ফোটা জল (গল্প-২০০৪) ঘোলা জলে আমি (কাব্যগ্রন্থ-২০০৭) শেয়াল যখন সভাপতি (কিশোরগল্প-২০১০) বাস্তবতার প্লটাফর্মে উদাসীন ট্রেন (কাব্যগ্রন্থ-২০১২) ঘুড়িবন্ধু ভালো থেকো (কিশোরগল্প-২০১৩) ইচ্ছেফড়িং তিড়িং বিড়িং (কিশোরগল্প-২০১৩) চাঁদের চোখে রোদচশমা (কাব্যগ্রন্থ-২০১৭)