অধিক সময় লাভের মাধ্যমে অধিক অর্থ উপার্জন করার ১০০টি উপায়। যা আপনাকে আরো বেশি উজ্জীবিত করতে সহায়তা করবে। যদি এমন হয় যে আপনি প্রতি মাসে কাজ করে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আয় করেন। এখন আপনি আপনার উপার্জন বাড়াতে চান। সে ক্ষেত্রে একই সময়ে একই কাজ করে আয় বাড়ানো সম্ভব নয়। প্রয়োজন অতিরিক্ত কাজ। আর অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত সময় দরকার। অর্থাৎ আমি বলতে চাই, সময়=অর্থ। সময়ের যে মূল্য আছে তা আপনাকে উপলব্ধি করতে হবে। এখানে কোনো গোপনীয়তা নেই। আপনাকে সফল হতে হলে সময়ের সাথে পাল্লা দিয়েই এগিয়ে যেতে হবে। এখন আপনি ঠিক কীভাবে প্রচেষ্টা চালু রাখবেন? আপনি কীভাবে আপনার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছবেন? আপনি কত ভালো উপার্জন করবেন? প্রশ্ন হলো, আপনি কি বেশি অর্থ উপার্জন করতে চান? তাহলে আপনার নিয়মিত কাজের সময় (আট ঘণ্টা) সাথে বাকি সময় যোগ করুন। প্রতিদিন কত ঘণ্টা সময় ব্যয় করতে পারবেন। দুই ঘণ্টা, তিন ঘণ্টা, চার ঘণ্টা! আপনার কর্মক্ষমতা কতটুকু? তা বিবেচনায় রাখুন। হঠাৎ করে এক সপ্তাহে ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করে অসুস্থ হয়ে পড়বেন? তা ঠিক হবে না। বরং প্রথম সপ্তাহে প্রতিদিন ৩০ মিনিট করে এক্সট্রা সময় ব্যয় করুন। পরবর্তী সপ্তাহে ৪০ মিনিট, এভাবে একটু একটু করে বাড়ান। এতে আপনার শরীরের ওপর চাপ কম পড়বে। আপনিও সহজেই অভ্যস্ত হয়ে উঠবেন। রবার্ট কলিয়ারের মতে, ‘সাফল্য হলো ছোট ছোট প্রচেষ্টার সমষ্টি।’ সুতরাং আপনার সময়টাকে আরো বেশি মূল্যবান করে তুলুন। সময়কে অর্থের মাধ্যমে মূল্যায়ন করতে শিখুন। মনে রাখবেন, আপনি কতটা সফল ব্যক্তি তার মূল্যায়ন হবে আপনি কোথায় কখন কতটা সময় ব্যয় করছেন তার ওপর।
শরীফ নাফে আচ্ছাবের এর জন্ম ১৯৮৫ সালের ০৮ মে, ঢাকার মাতুলালয়ে।পৈত্রিক নিবাস নেত্রকোনায়।যদিও শৈশব-কৈশোরে বেড়ে উঠেছেন ময়মনসিংহে। অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করে জাতীয় দৈনিকে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে একটি বেসরকারি ব্যাংকে যোগদান করেন।তিনি একইসাথে ছড়া,কবিতা,ছোট গল্প, উপন্যাস,প্রবন্ধ ও অর্থনীতির মতো বিষয় নিয়েও লিখেন। পাশাপাশি একজন সফল অনুবাদ হিসেবেও পরিচিতি লাভ করেছেন।লেখালেখির সুবাদে ছাত্রজীবন থেকেই স্থানীয়,জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন।যদিও পেশায় তিনি ব্যাংকার সেইসাথে একজন গল্পেরও মানুষ। আর সেজন্য সবকিছুর পরও তার কাছে লেখালেখিই প্রাদান্য পেয়েছে।