কিছুকথা ছেলেবেলা থেকেই কবিতার প্রতি আমার একটা বিশেষ আকর্ষণ কাজ করে। বলতে পারেন একটা গভীর মমত্ববোধ রয়েছে এর প্রতি। ছাত্রজীবন থেকেই লেখালেখিতে হাতেখড়ি হয়েছে। আমি আমার কবিতায় কিছুটা উৎসাহ, অনুপ্রেরণা, রোমান্টিকতা, অন্যায়ের প্রতি বিদ্রোহীতা, সমাজের কিছু অসংগতি, অন্যায়, অনাচার, অবিচার, মিথ্যাচার, দ্বিমুখিতা, অন্যের সাফল্যে প্রতিহিংসা, মিথ্যা অপবাদ দিয়ে দুর্নাম রটানো, প্রকৃতির প্রতি ভালোবাসা প্রভৃতি বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র। জানিনা এটা সম্মানিত পাঠক সমাজের হৃদয়ে কতটা আলোড়ন তু্লতে পারবে, কতটা হৃদয়গ্রাহী হবে তাদের। তবুও যদি আমার এ লেখা কোনো একজন পাঠককে অনুপ্রাণিত করে উদ্দীপ্ত করতে পারে, অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থানকে সুদৃঢ় করতে পারে, ন্যায়-নীতিবোধকে জাগ্রত করতে পারে, দেশের প্রয়োজনে নিজের মেধা ও শ্রমকে কাজে লাগাতে পারে তবেই আমার এ ক্ষুদ্র প্রয়াস সার্থক হবে। এটা আমার প্রথম প্রকাশনা, এতে অনেক ভুল-ত্রুটি, অসংগতি থাকতে পারে, আবার কেউ যদি আমার লেখায় আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে আমার অনিচ্ছাকৃত এ সকল ভুল-ত্রুটি ও অসংগতি সম্মানিত পাঠকশ্রেণি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সকলের দোয়া কামনা করছি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, সুখী ও সমৃদ্ধ হোক সকলের জীবন এই কামনায়... কবি খোন্দকার শাহজালাল ফোন : ০১৭৪১-৩০১৪৪০ Email : [email protected] FacebookID:https://www.facebook.com/profile.php?id=100009411551761