এ বইটি সাফল্য সম্পর্কে লেখা হয়েছে। সেই সাথে সফলতা অর্জন করতে কী কী করতে হবে, সেটা সম্পর্কেও এ বইটিতে লেখা হয়েছে। এখনই সময় যখন কেউ একজন আপনাকে এ বিষয়ে সরাসরি কিছু বলবে কিংবা কারো এ বিষয়ে বলা উচিত। আপনি এ বিষয়ে অনেকদিন ধরেই বিভ্রান্ত হচ্ছেন। আসলে এ বিষয়ে কোনো ম্যাজিক বুলেট কিংবা কোনো গোপন ফর্মুলা নেই ৷ অথবা দ্রুতগতিতে কোনো পিক্স করার মতো ব্যাপার নেই । আপনি দৈনিক কেবল ২ ঘণ্টা ধরে ইন্টারনেটে সময় দিলেই প্রতি বছরে নির্ধারিতভাবে ২০,০০,০০০ ডলার উপার্জন করতে পারবেন না। এক সপ্তাহের মধ্যেই আপনার ওজন ৩০ পাউন্ড কমে যাবে না। কোনো ক্রিম মেখে আপনি নিজের চেহারা থেকে ২০ বছর বয়স কমিয়ে ফেলতে পারবেন না। নিজের প্রেমময় জীবনকে আপনি কোনো নির্দিষ্ট পিল খেয়েই ঠিক করে নিতে পারবেন না। অথবা অন্য যে কোনো ধরনের স্কিমে আপনি দীর্ঘস্থায়ী সফলতা পাবেন না। এটা অবশ্যই ভালো হতো যদি আপনি নিজের জন্য সাফল্য, সুনাম, আত্মবিশ্বাস, সুন্দর- স্বাস্থ্যকর সম্পর্ক, সুস্বাস্থ্য আর ভালো থাকাকে স্থানীয় কোনো ওয়ালমার্টের সাজানো তাকের উপর থেকে হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে কিনে আনতে পারতেন। কিন্তু এটা কখনোই সম্ভব নয় । আমরা ধারাবাহিকভাবে আরো বেশি ধনী হওয়ার, আরো ফিট হয়ে ওঠার, আরো তরুণ হওয়ার, আরো সেক্সি হওয়ার শিহরণ জাগানো বিভিন্ন দাবি-দাওয়া দ্বারা প্রভাবিত হই... আর এ সবকিছু হবে একেবারে রাতারাতি কেবল ৩৯.৯৫ ডলারের বিনিময়ে। এ ধরনের বার বার কানের কাছে বেজে চলা মার্কেটিং ম্যাসেজগুলো আসলে সফলতার জন্য কী প্রয়োজন সেই বিষয়ে আমাদের মূল চিন্তার স্রোতকে বিভ্রান্ত করে দিচ্ছে। তাই এখন আমরা সফলতার জন্য আসলে কী প্রয়োজন এই সহজ অথচ গভীরতর জ্ঞানের প্রতি দৃষ্টিপাত করার মতো ক্ষমতাটাই হারিয়ে ফেলেছি।