ইয়েমেনের প্রত্যন্ত এক গ্রাম... গ্রামের একপাশ দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি নদী। এই গ্রামে নুজুদ আলীর জন্ম। বেশ ভালোভাবেই শৈশবের সুখের দিনগুলো কাটছিল তার। হঠাৎ এক আকস্মিক ঝড়ে তার জীবনে সবকিছু উল্টপাল্ট হয়ে গেল। কী হয়েছিল তার জীবনে? কেন এমন হলো? ছোট্ট নুজুদ কি পারবে জীবন নামক বহমান নদীর গভীর বাঁকের আড়ালে লুকিয়ে থাকা নিদারুণ কষ্টের পাহাড় পাড়ি দিতে? সে কথা জানতে চাইলে চোখ রাখুন বইয়ের পাতায়! “এক তেজস্বা নারীর জীবন কাহিনি... তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ক্ষুদ্র বালিকা নুজুদ আলীর চেয়ে সাহসী কিংবা কমবয়সী অনেক ডিভোর্সি থাকতে পারে, এমন কথা কল্পনা করাটাও দুঃসাধ্য ব্যাপার।” # নিউইয়র্ক টাইমস পত্রিকার কলামিস্ট নিকোলাস ক্রিস্তফ “অত্যন্ত দুঃখজনক... যেকোনো সুপণ্ডিতেরকিাঙ্ক্ষিত গবেষণা কর্মের চাইতে এতে ইয়েমেনের সামাজিক চ্যালেঞ্জ ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে।” # ওয়াশিংটন পোস্ট “মেয়েটির ঘটনাটি প্রাচীনকালে অল্পবয়সী মেয়েদেরকে অপহরণ করার বিষয়টিকে আন্তর্জাতিক মহলের সামনে নিয়ে এসেছে।” # যুক্তরাষ্ট্র ভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন পিপল “আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত জিদ এবং সাহসের এক অনন্য নিদর্শন।” # নিউ ইয়র্কার “আমার জীবনে এ যাবৎকালে দেখা অন্যতম সেরা মহীয়সী নারী... তিনি সাহসিকতার এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন।” # প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন “এই বইটি পড়তে গিয়ে আমার দম বন্ধ হবার জোগাড় হয়েছিল। প্রথম অবস্থায় ভীষণ আশাহত হতে হয়েছিল বটে, কিন্তু মেয়েটির লড়াকু মানসিকতার পরিচয় পেয়ে নতুন করে আশার সঞ্চার হলো। নিজের জীবন রক্ষার্থে নুজুদ যা কিছু করল, তা এককথায় অবিশ্বাস্য ছিল। মাত্র দশ বছরের একটি মেয়েকে এত কিছু করতে দেখে স্রেফ হতবুদ্ধ হতে হয়েছে।” # এসকেপ ও ট্রামাম্প গ্রন্থের লেখিকা ক্যারোলিন জেসোপ “নুজুদ সহ যেসব মেয়েকে পণ্য হিসেবে বিবেচনা করা হয়, তাদের গল্প শোনা দরকার। শতাব্দীর পর শতাব্দী ধরে বাচ্চাদের জীবন ধ্বংসের মতো কুৎসিত গোপনীয়তা বিষয়টিকে এই গুরুত্বপূর্ণ বইটিতে সামনে নিয়ে আসা হয়েছে।” # প্রিজনার অব তেহরান গ্রন্থের লেখিকা মারিনা নিমাত