আদিবাসী একটি ভিন্ন ধারণা, ভিন্ন সংস্কৃতি; কিন্তু তা বিচ্ছিন্ন নয়, সমান্তরাল। নিরাভরণ-প্রবহমান জীবনের সংস্কৃতি, আমাদের সৌভাগ্য বহুকাল ধরে প্রসন্ন প্রতিবেশিত্ব দিয়ে যাচ্ছে আমাদেরকে। সে জী... See more
TK. 170 TK. 146 You Save TK. 24 (14%)
Get eBook Version
US $2.08
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
আদিবাসী একটি ভিন্ন ধারণা, ভিন্ন সংস্কৃতি; কিন্তু তা বিচ্ছিন্ন নয়, সমান্তরাল। নিরাভরণ-প্রবহমান জীবনের সংস্কৃতি, আমাদের সৌভাগ্য বহুকাল ধরে প্রসন্ন প্রতিবেশিত্ব দিয়ে যাচ্ছে আমাদেরকে। সে জীবনের রূপে আমরা মুগ্ধ, মুগ্ধতার বশে তা থেকে অনেক মুক্তো আহরণ চলছে। কবি হাফিজ রশিদ খান বাংলাদেশের আদিবাসী জীবন নিয়ে সর্বপ্রথম পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ রচনা করেন। পাশাপাশি তিনি ওই জীবনধারা নিয়ে গদ্যচর্চাও করছেন বহুদিন ধরে। ইতোপূর্বে আদিবাসী জীবন ও সংস্কৃতি নিয়ে তার তিনটি প্রবন্ধগ্রন্থ প্রকাশিত হয়েছে। আদিবাসী জীবন আদিবাসী সংস্কৃতি নামে হাফিজের এই প্রবন্ধগ্রন্থটি সেই প্রাচীন জীবনের শক্তি ও সম্ভাবনাকে আবারও উপস্থিত করল। উত্তমর্ণ নয়, হাফিজ রশিদ খান এখানে অধমর্ণের ভূমিকায়। তাই অ-পাহাড়ি হয়েও তিনি মিশে যান পাহাড়ের সরল অথচ জঙ্গম জগতে। ধর্ম-বর্ণ-গোত্র-সম্প্রদায়Ñএসব যে মানুষের মৌল চাহিদা ও বিকাশের কাছে কত গৌণ তা মর্মে-মর্মে অনুভব করা যায় হাফিজের এই প্রবন্ধগুলো পড়ে। ভালবাসা-বেদনা-কষ্ট-বিরহ : এইসব হৃদয়দ্রাবী অনুভূতি যে কারো একার সম্পত্তি নয়, সেটা উন্মোচিত হওয়ার এই তো সময়।Ñযখন সমস্ত অপেক্ষা কিংবা সংগ্রাম পাশাপাশি জাগিয়ে রাখে এক সদাজাগর চেতনা। বাইরে থেকে দৃষ্টিপাতের বিলাসী ভূমিকায় না-থেকে ভেতরের একজন হয়ে ওঠার স্বাক্ষর হাফিজ রশিদ খানের এই লেখালেখি। মহীবুল আজিজ ।
Hafiz Rashid Khan- কবি ও প্রাবন্ধিক। জন্ম ১৯৬১ সালে চট্টগ্রামে। তিনি দীর্ঘদিন পার্বত্য চট্টগ্রামে বসবাস করছেন। ১৯৯০ সাল থেকে পার্বত্য জীবন ও সংস্কৃতির ওপর সমুজ্জ্বল সুবাতাস নামে লিটল ম্যাগাজিন সম্পাদনা করে আসছেন চৌধুরী বাবুল বড়–য়ার সঙ্গে। পুষ্পকরথ তাঁর সম্পাদিত আরেকটি সাহিত্যের কাগজ। দুই সন্তানের জনক হাফিজ রশিদ খান চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এ কর্মরত আছেন। বাংলাদেশে বসবাসরত প্রাক জনগোষ্ঠীÑবিশেষ করে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সংস্কৃতি ও জীবনধারার ওপর তার কয়েকটি কাব্য ও গবেষণামূলক গ্রন্থ রয়েছে। বাংলাদেশ ও পশ্চিম বাংলার তরুণ-প্রবীণ সাহিত্যকর্মীদের সম্পাদনায় প্রকাশিত অনেক ছোট কাগজের বুকে অসংখ্য কবিতা মুদ্রিত হয়েছে তাঁর।
আদিবাসী একটি ভিন্ন ধারণা, ভিন্ন সংস্কৃতি; কিন্তু তা বিচ্ছিন্ন নয়, সমান্তরাল। নিরাভরণ-প্রবহমান জীবনের সংস্কৃতি, আমাদের সৌভাগ্য বহুকাল ধরে প্রসন্ন প্রতিবেশিত্ব দিয়ে যাচ্ছে আমাদেরকে। সে জীবনের রূপে আমরা মুগ্ধ, মুগ্ধতার বশে তা থেকে অনেক মুক্তো আহরণ চলছে। কবি হাফিজ রশিদ খান বাংলাদেশের আদিবাসী জীবন নিয়ে সর্বপ্রথম পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ রচনা করেন। পাশাপাশি তিনি ওই জীবনধারা নিয়ে গদ্যচর্চাও করছেন বহুদিন ধরে। ইতোপূর্বে আদিবাসী জীবন ও সংস্কৃতি নিয়ে তার তিনটি প্রবন্ধগ্রন্থ প্রকাশিত হয়েছে। আদিবাসী জীবন আদিবাসী সংস্কৃতি নামে হাফিজের এই প্রবন্ধগ্রন্থটি সেই প্রাচীন জীবনের শক্তি ও সম্ভাবনাকে আবারও উপস্থিত করল। উত্তমর্ণ নয়, হাফিজ রশিদ খান এখানে অধমর্ণের ভূমিকায়। তাই অ-পাহাড়ি হয়েও তিনি মিশে যান পাহাড়ের সরল অথচ জঙ্গম জগতে। ধর্ম-বর্ণ-গোত্র-সম্প্রদায়Ñএসব যে মানুষের মৌল চাহিদা ও বিকাশের কাছে কত গৌণ তা মর্মে-মর্মে অনুভব করা যায় হাফিজের এই প্রবন্ধগুলো পড়ে। ভালবাসা-বেদনা-কষ্ট-বিরহ : এইসব হৃদয়দ্রাবী অনুভূতি যে কারো একার সম্পত্তি নয়, সেটা উন্মোচিত হওয়ার এই তো সময়।Ñযখন সমস্ত অপেক্ষা কিংবা সংগ্রাম পাশাপাশি জাগিয়ে রাখে এক সদাজাগর চেতনা। বাইরে থেকে দৃষ্টিপাতের বিলাসী ভূমিকায় না-থেকে ভেতরের একজন হয়ে ওঠার স্বাক্ষর হাফিজ রশিদ খানের এই লেখালেখি।