মফস্বলের এক মেসে সাধারণ দিন কাটাচ্ছিল ভার্সিটির ছাত্র রাহাত। নিজের ক্লাস, টিউশনি নিয়েই ব্যস্ত জীবন কাটায়। সেখানে তার সঙ্গী বন্ধু চয়ন আর সকলের প্রিয় ও পরিচিত সিনিয়র ভাই রাধাকান্ত। এক সকালে মেসের নিজের রুমে রাধাকান্তের মৃতদেহ আবিষ্কার হয়। অস্বাভাবিকভাবে বিকৃত হয়ে আছে চেহারা, যেন ভয়ঙ্কর কিছু একটা দেখেছে সে। তার রহস্যজনক মৃত্যুর চেয়েও বড় রহস্য সৃষ্টি হল একটা উইলের খোঁজ পাওয়ায়। নিজের আশেপাশে ঘটতে থাকা অস্বাভাবিক ঘটনাগুলোর কোন ব্যাখ্যা নেই বাস্তববাদী রাহাতের কাছে। ভয়ঙ্কর চেহারার এক পিশাচিনী কি চায় তার কাছে? কেন বারবার ঘুরে ফিরে রাহাতের কাছেই আসে সে? পূর্ণাদির পরিবার কেন একে একে দূর্ঘটনার সম্মুখীন হচ্ছে? কেন ব্যাখ্যাতীত একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে? তবে এর সাথে কি রাধাকান্তের কোন সম্পর্ক আছে? অতীত খোঁড়ার সিদ্ধান্ত নিল রাহাত, তার জানতে হবে এইসবের পিছে কার হাত আছে। ছুটে চলল এমন এক সত্যের পিছে, যেটা জানার পর তার বাস্তবতাই বদলে গেল। আবিষ্কার করল এমন সত্যের, যা অস্বীকার করার কোন উপায় নেই তার। নিজের অটুট বিশ্বাস শত টুকরায় ভেঙে গিয়েছে, কাকে বিশ্বাস আর কাকে অবিশ্বাস করবে জানে না সে। শুধু জানে, ওই পিশাচিনী সব ধ্বংস না করে থামবে না। শুরু হল অতিপ্রাকৃত শক্তির সাথে সাধারণ এক ছেলের অসম লড়াই। নিজের জগতের বাইরেও যে আরেকটা জগৎ আছে, সেই ভয়াল জগতে স্বাগতম।