আমেরিকার শহরতলির একটি মেয়ে কীভাবে এক প্রিন্সের হারেমে পৌঁছেন এবং বিপুল অর্থবিত্তের মালিক হন, পরে হয়ে ওঠেন বেস্ট সেলার বইয়ের লেখক তারই একটি চমকে দেওয়ার মতো কাহিনি এই বই। পারিবারিক টানাপড়েন তাকে ঠেলে দেয় ভার্সিটির বাইরে। এ সময় একটি অডিশনের প্রস্তাব আসে। কাস্টিং ডিরেক্টর তাকে জানান, সিঙ্গাপুরের একজন ধনী ব্যবসায়ী সুন্দরী আমেরিকান মেয়েদের ২০ হাজার ডলার করে দেবেন যদি তারা পার্টিগুলোকে মশলাদার করার জন্য দুই সপ্তাহ থাকে। সুন্দর মুখশ্রী ও দেহবল্লরীর অধিকারিণী জিল এতে সিলেক্ট হন। ব্রুনাইয়ে গিয়ে দেশটির সুলতানের ছোট ভাই প্রিন্স জেফরি বলকিয়ার প্রাসাদে অবস্থান করেন। একটি ভিন্ন দেশে রাজকীয় পরিবেশে অবস্থান করে স্মৃতিকথা হিসেবে লেখা ‘সাম গার্লস : মাই লাইফ ইন এ হারেম' হয়ে উঠেছে উপন্যাসোপম এক কাহিনি। # বইটিতে আমেরিকান অষ্টাদশী সুন্দরী জিলিয়ান লরেনের ব্রুনাইয়ের প্রিন্স জেফরি বলকিয়াহর প্রাসাদে অতিবাহিত সময়ের বর্ণনা রয়েছে। নিউ জার্সির শহরতলির একটি মেয়ে কীভাবে সেই প্রিন্সের হারেমে পৌঁছে বিপুল অর্থবিত্তের মালিক হন, তার কাহিনী এখানে অকপটে তুলে ধরা হয়েছে। তরুণী জিলিয়ানকে পারিবারিক টানাপড়েন ঠেলে দেয় ভার্সিটির বাইরে। কাস্টিং ডিরেক্টরের মাধ্যমে তিনি হারেমের কাজটি পেয়েছিলেন। ব্রুনাইয়ের যুবরাজ জেফরির প্রাক্তন কল গার্ল পরিচয় নিয়ে জিলিয়ান গর্বিতই। তিনি কিছু প্রশ্নও রেখেছেন, আছে জীবন সম্পর্কে তার কিছু কথা। 'সাম গার্লস: মাই লাইফ ইন এ হারেম' ২০১০ সালে প্রকাশিত হয়। ব্রুনাই থেকে ফিরে তিনি এ স্মৃতিকথা লেখেন, তার সুবাদে হয়ে ওঠেন বেস্টসেলার বইয়ের গ্রন্থকার। গ্রন্থকার পরিচিতি # জিলিয়ান লরেনের জন্ম ১৬ আগস্ট, ১৯৭৩ আমেরিকার লিভিংস্টন, নিউ জার্সিতে। তার লেখার ধরন বা জেনার ট্র্যাজিকমেডি, কথাসাহিত্য, স্মৃতিকথা। উল্লেখযোগ্য বই 'এভরিথিং ইউ এভার ওয়ান্টেড', ও 'প্রিটি'। লরেনের ক্রাইম থ্রিলার 'বিহোল্ড দ্য মনস্টার: ফেসিং আমেরিকা'স এক কুখ্যাত সিরিয়াল কিলারের কাহিনী। পরে এই কাহিনী নিয়ে একটি ডকুমেন্টারি সিরিজ তৈরি করা হয় 'কনফ্রন্টিং এ সিরিয়াল কিলার' শিরোনামে। লরেন একজন অভিনেত্রী ও দত্তক গ্রহণের এটর্নি। তিনি অ্যান্টিওক বিশ্ববিদ্যালয় থেকে ক্রিয়েটিভ রাইটিং-এ এমএফএ করেছেন। লিভিংস্টনে বেড়ে ওঠা লরেন ১৯৯১ সালে নেওয়ার্ক একাডেমি থেকে স্নাতক হন। পরে তিনি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অভিনয় বিষয়ে অধ্যয়ন করেন। আমেরিকার নামকরা রক সঙ্গীত দল উইজার-এর সঙ্গীত শিল্পী ও বেস গিটারিস্ট স্কট গার্ডনার শ্রিনারকে বিয়ে করেন। তারা লস এঞ্জেলেসে বসবাস করেন এবং ইথিওপিয়া থেকে একটি ছেলেকে দত্তক নেন। তাদের আরো একটি সন্তান রয়েছে।