QNA আইসিটি নোটস। বইটি (qna ict notes) রচনা করেছেন এ.এস.এম আনাস ফেরদৌস ও নুশায়ের আবরার। বইটিতে রয়েছে উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের নোট আকারে পূর্ণাঙ্গ প্রস্তুতি। আইসিটি বিষয়ে ভীতি দূর করতে সহজভাবে সাজিয়ে আলোচনা করা হয়েছে এই বইতে। স্বল্প সময়ে যতটুকু পড়া দরকার ততটুকুই নোট সাজানো হয়েছে বইতে (qna ict notes)। আকারে ছোট, কলেবর বড় কিউএনএ আইসিটি নোট বইটি আকারে ছোট হলেও এর মধ্যে আইসিটি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার গাইডলাইন দেওয়া আছে। প্রতিটি অধ্যায়ের প্রতিটা গুরুত্বপূর্ণ টপিক হাইলাইট করে চিরায়ত প্রশ্নোত্তর ফরম্যাটে সাজিয়ে লেখা হয়েছে বইয়ের আকারে নোট এই বইটি (hsc ict note) মূল বইয়ের বিকল্প নয়। এটা আইসিটি বই নয়, বরং নোট। তাই মূল পাঠ্য বইয়ের পাশাপাশি সহায়ক হিসেবে এই বইটি পড়ার মত ডিজাইন করা হয়েছে। আইসিটি বিষয়টির ভীতি দূর করে শিক্ষার্থীদের উপযোগী করে বইটি সাজানো হয়েছে। সৃজনশীল প্রশ্ন অনুশীলনী সৃজনশীল প্রশ্নের ধরণ বুঝা ও অনুশীলনের জন্য অধ্যায়ের শেষে বেশ কিছু সৃজনশীল প্রশ্ন যুক্ত করা হয়েছে বইতে (ict note for hsc)। এইচএসসি পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীরা কম প্রস্তুতিতে ভালো নম্বর পেতে QNA আইসিটি নোটস বইটি (qna ict notes) সহায়ক। নোট আকারে চিরায়ত প্রশ্নের ফরম্যাটে পুরো বইয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা আইসিটি বিষয়ে ভীতি কাটিয়ে শিক্ষার্থীদের বিষয়টি বুঝতে সহায়তা করবে। বইটির 49 পেজের পরে 59 পেজ নাম্বার দেয়া আছে শুধু পেজ নাম্বারে সমস্যা কিন্তু বইয়ের তথ্যের কোন সমস্যা নাই।