চলুন আপনাকে নিয়ে যাই এক রোমাঞ্চকর অভিযানে, পদে পদে যার রোমাঞ্চ-শিহরণ… কখনো তরবারির ঝনঝনানি কিংবা তীরের নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ। চলতে চলতে দেখতে পাবেন মরুর বুকে ছুটন্ত ঘোড়ার পদপিষ্ট ধূলিঝড়; তার পিঠে তপ্ত রোদে ঘাম ঝরানো মরুসেনা… শোনা যাবে তেজদ্বীপ্ত কণ্ঠে বীর সেনাপতির জ্বালাময়ী ভাষণ অথবা পত্র মারফত আমিরুল মুমিনীনের গুরুত্বপূর্ণ কোনো নির্দেশনা। কখনোবা ছুটতে হবে পানিপথে… সামনে থাকবে অকূল দরিয়ার নাম-না-জানা বিপদের ঘনঘটা… কী আসতে ভয় পাচ্ছেন? ভয় পেলে চলবে না। এই যাত্রায় আমরা সাক্ষী হবো ইতিহাসের, সাম্রাজ্যের মোড় পাল্টে দেয়া ঘটনাপ্রবাহের, যুদ্ধ-সন্ধির… কিংবা দূর্ভেদ্য কোনো দূর্গের পতনের। আগেই বলে রাখছি, মস্ত বড় রণহস্তীর পাল ধেয়ে আসলে কিন্তু ঘাবড়ানো যাবে না। হেরাক্লিয়াসের বিপুল আয়োজন, রুস্তমের কৌশল, চেঙ্গিসের বর্বরতা, তৈমুরের ধূর্ততা সব ছুটিয়ে-কাটিয়ে কখনো পাড়ি দিতে হবে উহুদ থেকে সিন্ধু, জিব্রালটার থেকে ইস্তাম্বুল, খাইবার থেকে জর্ডান, রামাল্লা থেকে কাদিসিয়া… কী? ভয় পেয়ে যাচ্ছেন? আগে শুনুন না, সফরসঙ্গী হিসেবে কারা কারা থাকছেন? এই কাফেলায় কখনো সাথে থাকছেন সাদ ইবনু আবি ওয়াক্কাস, খালিদ বিল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুমা কখনো তারিক বিন যিয়াদ, আলপ আরসালান, সালাহুদ্দিন আইয়ুবি… কখনোবা সাইফুদ্দিন কুতুয, ইউসুফ বিন তাশফিন, মুহাম্মাদ আল-ফাতিহ… রহিমাহুমুল্লাহ। আচ্ছা, কখনো কি কল্পনায়ও স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের অভিযানের সঙ্গী হয়েছেন? আর ভাবতে পারছেন না, তাইতো? জলদি প্রস্তুত হয়ে নিন। কাফেলা এই রওয়ানা হলো বলে…
. জি, পাঠক। মাকতাবাতুল আসলাফ থেকে প্রকাশিতব্য ‘ইসলামের ইতিহাসে যুদ্ধ : নববী যুগ থেকে বর্তমান’ বইটি পড়তে পড়তে এভাবেই হারিয়ে যাবেন ইতিহাসের পাতায়। রোমাঞ্চকর এ সফরখানা সাজিয়েছেন বইয়ের সংকলক মুহতারাম সাদিক ফারহান। দক্ষ হাতে সম্পাদনা করেছেন মুহতারাম ইমরান রাইহান।
যে যুদ্ধসমূহের বিবরণ রয়েছে – • নববি যুগ 1. বদর যুদ্ধ 2. উহুদ যুদ্ধ 3. খন্দক যুদ্ধ 4. হুদাইবিয়ার যুগান্তকারী সন্ধি 5. খাইবার যুদ্ধ 6. মক্কা বিজয় 7. হুনাইনের যুদ্ধ 8. মুতার যুদ্ধ 9. তাবুকের যুদ্ধ • খিলাফতে রাশিদা 10. যাতুস সালাসিল 11. ওয়ালাজার যুদ্ধ 12. আইন আত-তামর যুদ্ধ 13. দাওমাতুল জান্দাল যুদ্ধ 14. আজনাদাইন যুদ্ধ 15. সেতুর যুদ্ধ 16. বুওয়াইবের যুদ্ধ 17. কাদিসিয়ার যুদ্ধ 18. দামেশক বিজয় 19. ইয়ারমুকের যুদ্ধ 20. নাহাওয়ান্দ যুদ্ধ • উমাইয়া খিলাফত 21. দেবল এবং সিন্ধু বিজয় 22. ওয়াদি বারবাতের যুদ্ধ 23. টুরসের যুদ্ধ • আব্বাসি খিলাফত 24. তালাস নদীর যুদ্ধ 25. আম্মুরিয়ার যুদ্ধ 26. সোমনাথ অভিযান 27. মানজিকার্টের যুদ্ধ • আন্দালুসের যুগ 28. যাল্লাকার যুদ্ধ 29. আর্কের যুদ্ধ 30. লাস নাভাস ডি টলোসা • আইয়ুবি যুগ 31. হিত্তিনের যুদ্ধ 32. বাইতুল মাকদিস বিজয় • মামলুক যুগ 33. আইন জালুতের যুদ্ধ 34. অ্যাক্রে বিজয় • উসমানি যুগ 35. কসোভো যুদ্ধ 36. নিকোপলিসের যুদ্ধ 37. আঙ্কারার যুদ্ধ ও তৈমুর লং 38. ভার্নার যুদ্ধ 39. কন্সটান্টিনোপল বিজয় 40. মোহাক্সের যুদ্ধ 41. লেপান্টের যুদ্ধ 42. ওয়াদি-আল-মাখাযিন যুদ্ধ 43. ভিয়েনার যুদ্ধ 44. ফ্রেজারের আক্রমণ এবং রশিদের যুদ্ধ 45. নাভারিনোর যুদ্ধ