ভালোবাসি এই দেশ বিসমিল্লাহির রাহমানির রাহীম। সম্মানিত পাঠক/পাঠিকাবৃন্দ, আসসালামু আলাইকুম/আদাব। আপনারা একটি কথা জানেন যে সাহিত্য হচ্ছে আরাধনার ধন, কোন বিলাসিতা নয়। সাহিত্যের মূল লক্ষ্য হল প্রেম। প্রেম ছাড়া সাহিত্য চর্চা মোটেই সম্ভব নয়। যার হৃদয়ে প্রেম নেই সে কখনও সাহিত্য চর্চা করতে পারে না। হতে পারে দেশ প্রেম, মানব প্রেম, প্রকৃতি প্রেম ইত্যাদি। কেউ তা হৃদয়ে ধারণ করে, কেউবা কাগজে কলমে লিখে প্রকাশ করে। সাহিত্য সারা জীবনেই অন্যায়ের প্রতিবাদ করে। গড়তে চায় একটি সুন্দর সুশীল সমাজ। সাহিত্য কখনো কোনো ব্যক্তি, গোষ্ঠী, বা দল এর পক্ষে বা বিপক্ষে কোনটিই সমর্থন করে না। তার একটাই লক্ষ্য ন্যায় প্রতিষ্ঠা। এই নিয়ে আমার কিছু লিখা অনেক দিন যাবৎ ডায়রি বন্ধি ছিল। বিগত কয়েকটি বছর অনেক ঝড় ঝাপটা বয়ে গেল। এবার মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করেই আমার নগণ্য লিখনি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। প্রভু ভক্তি, রাসূল (স), পিতামাতা, দেশ প্রেম, মানব প্রেম এই বিষয় নিয়েই আমার ক্ষুদ্র নিবেদন “ভালোবাসি এই দেশ” কাব্যগ্রন্থটি। ক্ষুদ্র এই লিখাগুলি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে তবুও মনে করব আমার শ্রম সফল হয়েছে। আর একটি নিবেদন, মানুষ মাত্রই ভুল। ভুলের উর্ধ্বে কেউ নই। অনেক চেষ্টা করার পরেও ভুল থাকাটা স্বাভাবিক। আমার অজান্তে যদি কোন ভুল থেকেই থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী এবং পরবর্তিতে সংশোধনের চেষ্টা করব।