রাম-রহিমের প্রেম নাটকের এই বইটিতে ১ থেকে ২০ পর্ব রয়েছে। যে কেউ এই নাটকটি মঞ্চস্থ করতে পারেন। নাটকের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাভাষাভাষি সকল নাট্য সংগঠন সহ নাটক মঞ্চস্থ করতে যারা আগ্রহী তারা 'রাম -রহিমের প্রেম' নাটকটি মঞ্চস্থ করে জোরালোভাবে প্রচার করুন - 'সবার উপরে মানুষ সত্য। সবাই মিলে আমরা গাহি মানবতার জয়গান'। এই নাটক বা নোভেলে হিন্দু ও মুসলমানদের মধ্যে মিলনের বার্তা দেওয়া হয়েছে। জোরালো বক্তব্যের মাধ্যমে বলা হয়েছে, 'সকল সম্প্রদায় বা সকল ধর্মের মানুষের মধ্যে একই রক্ত বইছে'। সবাই মহান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে শিখ, কে জৈন, কে বৌদ্ধ, কে পার্সিয়ান, কে ইহুদি - এটা বড় কথা নয়, আমরা সবাই মানুষ। 'হৃদয় আমার সুন্দর তব পায় বকুলের মতো ঝরিয়া মরিতে চায় মোর মনের কামনাগুলি'- আমার এই বাহাত্তুর বয়সে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মহান আল্লাহতাআলার কাছে কামনা করি - 'যে ক'টা দিন বাঁচব হে খোদা আমি যেন ভালো থাকি - কারো ওপর যেন নির্ভরশীল না হই - হে মহান আল্লাহ যে দিন নিবে যেন সুস্থ সবল অবস্থায় নিয়ে যেও আমি চাই সবার ভালবাসা' --। আমার প্রত্যাশা - সকল ধর্মের মানুষের বুকে বুক রেখে আলিঙ্গন করে যেতে পারি জীবনের শেষ দিনটি পর্যন্ত। সকল ধর্মের মানুষের জন্য প্রতিদিন বলি - 'আকাশের জন্য নীলিমা, চাঁদের জন্য পূর্ণিমা, পাহাড়ের জন্য ঝর্ণা, নদীর জন্য মোহনা, আর সবার জন্য আমার প্রেম।'
Liakot Hosan Khokon লেখক লিয়াকত হােসেন খোকন ১৯৫৩ সালের ১৪ মার্চ পিরোজপুর শহরের রায় বাহাদুর রোডে (আদর্শপাড়া) ‘স্মৃতি ভবনে’ জন্মগ্রহণ করেন । পিতা মৃত আমির হােসেন মিয়া এবং মাতা মৃত্যু আমেনা খাতুন | লেখক ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স ডিগ্রি লাভের পর প্রাতিষ্ঠানিক পড়াশোনার ইতি টানেন । ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, সহধর্মিণী শওকত আরা ডলি । অলি শাহরিয়ার হাসান ও লিয়াকত হােসেন খোকন । ১৯৯৬ সালে তার লেখা বাংলাদেশ ভ্ৰমণ পুস্তিকাটি প্রকাশিত হয় হাক্কানি পাবলিশার্স থেকে । তার দ্বিতীয় গ্ৰন্থ ৬৪ জেলা ভ্ৰমণ অনিন্দ্য প্রকাশ থেকে বের হয়। ২০০৭ সালে । ২০০৮ সালে প্রকাশ হয় তাঁর তৃতীয় গ্রন্থ ভারত নেপাল ভূটান ভ্ৰমণ । ১৯৭৩ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত পার্শ্ববর্তী দেশ ভারতের প্রতিটি প্রদেশ তিনি ঘুরে দেখেছেন । ১৯৭৫ সালে জাদুটোনার দেশ কামরূপ কামাখ্যায় প্রথম যান, তখন তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র । তারপর ২০০৮ সালের এপ্রিল পর্যন্ত এ নিয়ে মোট সাতবার কামরূপ কামাখ্যায় তিনি গিয়েছেন । জাদুকর, ভূতপেত্রিদের খপ্পরে পড়েও তিনি ফিরে আসতে সক্ষম হয়েছেন । সেই অভিজ্ঞতার আলোকে লেখক লিয়াকত হােসেন খোকনের এবারের আয়োজন জাদু টােনার দেশ কামরূপ কামাখ্যা পুস্তিকাটি ।