আমি বড় একা হয়ে গেলাম জয়ন্ত। বড় একা, একলা আমার চুল, দু'চোখ, চিবুক। কিছুই ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় আমি একটা শব। সব দেখছি অপলক চোখে, কথা বলতে পারছি না। চিৎকার করছি, হে অর্বুদ মানুষ তোমরা বলো আমার জয়ন্ত কোথায়? যে যার কর্ম নিয়ে ছুটছে। আমার চিৎকার কারো কর্ণকুহরে পৌঁছাচ্ছে না। আমাকে ভস্মীভূত করে তুমি আজ যোজন দূরে। কতদূরে? বেদনার কুণ্ডলীতে আবর্তিত আমি। হাতড়ে বেড়াই অহর্নিশি তোমাকে, খুঁজে পাই না। বেদম কাঁপুনি, ঘূর্ণন তোলপাড়, চক্রাকারে আবর্তিত কাতরতা, বিলাপ, হাহাকার... এই হচ্ছে জয়ন্তকে ঘিরে নীরুপমার দহন। 'নীরুপমার নীল চিঠি' উপন্যাসে পরিস্ফুটিত হয়েছে নীরুপমার মনোজগতের হরেক লাল-নীল স্বপ্ন, প্রেম-বিরহ, হারানোর গভীর দুঃখবোধ। এক বৈশাখের ঝড়ে কবলিত হয় ঢাকা টু বরিশালগামী স্টিমার রাজহংস। ঝড়ে বিধ্বস্ত রাজহংসে জয়ন্ত ছিল। জয়ন্তের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেনি নীরুপমা। সে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে। সাইক্রিয়াটিস্টের চিকিৎসায় তার যাপিত জীবন। একটার পর একটা চিঠি লিখে যায় জয়ন্তের গ্রাম রাংতাপুরের ঠিকানায়। চিঠির উত্তর আসে না। এরপর একদিন... নীরুপমার জয়ন্তকে লেখা এক একটা চিঠিতে পরিস্ফুটিত হয়েছে, নাটোরের বধ্যভূমির করুণ ইতিহাস, অটিস্টিক শিশুদের যাপিত জীবন, পতিতা মায়ের শিশুকন্যাদের পুনর্বাসন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে নারীদের ভূমিকা, পৌরাণিক কাহিনী, ফিসারের প্রেম ও যৌনতা, মান্তাসম্প্রদায়ের বৈচিত্র্যময় জীবন। জয়ন্ত আর নীরুপমার কথোপকথনের স্মৃতিগুলো নীরুপমা একের পর এক চিঠিতে টেনে এনেছে। জয়ন্তকে ফিরে আসার জন্য চিঠিতে অনুরোধ করে। উপন্যাসের শেষে তার ঘটনাক্রমে সেন্স ফেরে। এটি একটি পরাবাস্তব কাহিনীও বটে...
তাসলিমা জামান পান্না। জন্মস্থান: জেলা শহর চাদপুর। বাবা: সাংবাদিক রােটারিয়ান, বিশিষ্ট। ব্যবসায়ী সমাজসেবক। মরহুম শাহ আমান উল্লাহ্ মানিক, মা: চৌধুরাণী ফাতেমা বেগম। স্বামী: মনিরুজ্জামান খান । একমাত্র আত্মজ: ইঞ্জিনিয়ার তানভীরুজ্জামান খান (অমিত), বসবাস: ঢাকা। শিশু কিশাের গ্রন্থ, গল্প, কবিতা, উপন্যাস নিয়ে সর্বমােট ৪৩টি। প্রথমগ্রন্থ: অন্যপুরুষ, বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত গল্প নিয়ে এই। গ্রন্থটি রচিত। প্রকাশিত হয় ১৯৯০ তে ।। উল্লেখযােগ্য গ্রন্থ: শেষ বিকেলের চিঠি, নােনা জলের কাব্য, সে রাত | পূর্ণিমার রাত ছিল, চন্দ্রাবতী, অদিতির ডায়েরি, বৃষ্টি ভেজা এক রাতে, জলপরীর সূর্যস্নানের তৃষ্ণা, খুঁজে ফিরি তারে, কতদূরে যাবে বলাে ।। প্রকাশিতব্য গ্রন্থ: অশােক বনের সীতা, সেই যে গেল আর ফিরলে না, ভালােবাসার দীপাবলী, কাগজের গন্ধরাজ, নীল অপরাজিতা, এ রাত তােমার আমার।। শখ: গান শােনা বইপড়া ভ্রমণ, ভ্রমণের বিচিত্র অভিজ্ঞতার অন্তর্লোকে সমৃদ্ধশালী করেছেন তাঁর গ্রন্থগুলাে ।। সদস্য: পদ্মরাগ সাহিত্য সংঘ, বাংলা একাডেমি কোয়ান্টাম মিডিয়া সেলসহ বিভিন্ন সাহিত্য সংঘ ।