আল্লাহ তা'আলা মানুষের হিদায়াতের জন্য যুগে যুগে বহু নবী-রাসূল পাঠিয়েছেন। সে ধারার সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর মাধ্যমে নবুওয়াতের সিলসিলা সমাপ্ত করে দেওয়া হয়েছে। তিনি খাতামুন নাবিয়্যীন। তাঁর প্রতি অবতীর্ণ কুরআন মাজীদ সর্বশেষ আসমানী কিতাব। তাঁর পর আর কোনও নবী আসবেন না এবং আর কোনও আসমানী কিতাবও নাযিল হবে না। কিয়ামত পর্যন্ত মানুষের হিদায়াতের জন্য প্রয়োজনীয় সবকিছু তাঁর প্রতি অবতীর্ণ ওহী- কুরআন ও সুন্নাহ'র মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। যুগ ও পরিবেশ- পরিস্থিতির যতই পরিবর্তন হোক না কেন, কোনও অবস্থায়ই হিদায়াত পাওয়ার জন্য কুরআন-সুন্নাহ ছাড়া অন্যকিছুর অপেক্ষা মানুষকে করতে হবে না। অন্য কোনওদিকে ফিরে তাকানোর প্রয়োজন কখনও হবে না। তাই কোনও অবস্থায়ই এখন আর কারও নবী হয়ে আসার সম্ভাবনা নেই। এখন কেউ নবী দাবি করলে তা একান্তই তার মনগড়া দাবি সাব্যস্ত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর নতুন করে আর কারও নবী হয়ে আসার সম্ভাবনা না থাকলেও দূরভিসন্ধিমূলকভাবে বিভিন্ন সময় বিভিন্ন জন নিজেকে নবী বলে দাবি করেছে। এরূপ দাবির আশঙ্কা ছিল বিধায় প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এ বিষয়ে সতর্কও করে গেছেন। তিনি ইরশাদ করেন- وَإِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي ثَلاثُونَ كَذَّابُونَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لَا نَبِيَّ بَعْدِي ‘আমার পর ত্রিশজন ঘোর মিথ্যুকের আবির্ভাব ঘটবে। তাদের প্রত্যেকেই দাবি করবে যে সে একজন নবী। প্রকৃতপক্ষে আমি সর্বশেষ নবী, আমার পর কোনও নবী নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথাই হত ওহীর ভিত্তিতে। নিঃসন্দেহে এ ভবিষ্যদ্বাণীও ওহীর ভিত্তিতেই ছিল। কাজেই এটা বৃথা যাওয়ার