দ্বিতীয় সংস্করনের ভূমিকা ধন্যবাদ, আপনাদের সবাইকে আমাকে অভূতপূর্ব সাড়া দেয়ার জন্য। আসলে একটা বইয়ের সার্থকতা নির্ধারিত হয় এর পাঠকপ্রিয়তার মাধ্যমে। আপনারা যদি বইটা না কিনতেন, তাহলে আমার বইয়ের ২য় সংস্করণ কখনোই বের করতে পারতাম না। একটা বই প্রকাশ করতে কতটা ঝক্কি-ঝামেলা পোহাতে হয় সেটা লেখক-প্রকাশক মাত্রই জানেন। আর আমি, রাফি ভাই বা সুবিন ভাই কেউই ফুলটাইম লেখক বা প্রকাশক নই। আমরা আমাদের অবসর সময়টা এগুলোর পেছনে ব্যয় করি শুধুমাত্র আমাদের কমিউনিটির প্রতি দায়বদ্ধতা থেকে। আপনারা যখন ফেসবুকে, ইমেইলে বা কোথায় দেখা হলে আপনাদের ভালোলাগার কথা আমাদেরকে জানান, তখন মনে হয় আমরা স্বার্থক।
আপনারা আমাকে যেভাবে ফিডব্যাক দিয়েছেন, সেটার কারনেই আজকে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে পারছি। এই সংস্করণে আগের সংস্করণের কিছু ভুল, বানানের ত্রুটি ঠিক করা হয়েছে। এছাড়া এটিকে লারাভেল ৫.২ ও ৫.৩ এর উপযুক্ত করে তোলা হয়েছে। আপনারা আমাকে নানাভাবে জানিয়েছেন যাতে আমি বইয়ের শেষে একটি প্রজেক্ট যুক্ত করি। এবারের সংস্করণে সেটি যুক্ত করা হয়েছে। এছাড়া এই প্রজেক্টের সোর্সকোডও গিটহাবে তোলা আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। বইয়ের কলেবর ছোট রাখার জন্য একটি মাত্র প্রজেক্ট যুক্ত করা হয়েছে বইয়ে, তবে আমার গিটহাব প্রোফাইলে একাধিক পূর্ণাঙ্গ প্রজেক্ট আছে। আপনারা সেগুলো দেখতে পারেন, এবং যে কোন মতামত জানাতে পারেন।
এই সংস্করণের জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ প্রাপ্য মোঃ নুরুল ইসলাম শিহান ভাইয়ের। উনি আমার বড়ভাই তুল্য, আমাকে সব সময় নানাভাবে পরামর্শ দিয়েছেন। আমি উনার কাছে কৃতজ্ঞ। আমার বন্ধু-বান্ধব, সহকর্মী, শুভাকাঙ্খী সহ যারা আমাকে সব সময় বিভিন্ন পরামর্শ দিয়ে, মতামত জানিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
জন্ম, বেড়ে ওঠা, স্কুল-কলেজ সবই ঢাকায়। পড়াশুনা করেছি সামসুল হক খান হাই স্কুল ও ঢাকা কলেজে। এছাড়াও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে পড়েছি। পড়াশুনা ছাড়া যে কোন কাজ করতেই ভালো লাগে। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ক যে কোন কিছুতে আগ্রহ আছে। কম্পিউটারের প্রোগ্রামিং ভাষার প্রতি অশেষ দূর্বলতা আছে। ভালো লাগে আড্ডা দিতে। পৃথিবীর শ্রেষ্ঠ আড্ডাস্থল গাছতলায় আমার যাতায়াত আছে। বর্তমানে একটি বহুজাতিক কোম্পানীতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। বাংলাদেশের সবচেয়ে বড় ডেভেলপার কমিউনিটি phpXperts এর আমি একজন এডমিন। আমি বাংলাদেশে(Bangladesh) জন্মেছি বলে গর্বিত।