"দলিল রেজিস্ট্রেশন : ব্যবহারিক বিধানাবলী" বইটির প্রাক-কথা থেকে নেয়াঃ খুলনা আইনজীবী সমিতির সদস্য হিসেবে কর্মজীবনের শুরু থেকেই আইনের প্রতি, আইন সঠিকভাবে জানা ও উপলব্ধি করার প্রতি আমার দুর্বলতা সৃষ্টি হয়। এটি আরও গভীর হয় রেজিস্ট্রেশন সার্ভিসে যােগদানের পর। দায়িত্ব পালনকালে অনেক সময় অনেক বিষয়ে স্পষ্ট ধারণার অভাবে অনেকের সাথেই পরামর্শ করতে হয়েছে, সংশ্লিষ্ট আইনের বইপত্র নিয়ে বিস্তর পড়াশুনা করতে হয়েছে। একটি পর্যায়ে গিয়ে এতে উপকৃত হয়েছি এবং আইন জানা, বােঝা এবং প্রয়ােগের প্রতি আরও বেশী করে আকৃষ্ট হয়েছি। এর মাধ্যমেই রেজিস্ট্রেশন বিভাগ ছাড়াও অন্যান্য অনেক বিভাগের ছােট-বড় অনেক সহকর্মীর সাথে গড়ে উঠেছে হৃদ্যতার সম্পর্ক। ব্যক্তিজীবনে একে আমি সর্বদা মূল্যবান অর্জন হিসেবে বিবেচনা করি। সম্পত্তি হস্তান্তর এবং এর নিবন্ধনের বিষয়টি শুধু চাকরি জীবনে নয়, বরং ব্যক্তিজীবনেও সমানভাবে গুরুত্বপূর্ণ। আইন-বিশারদগণ বলে থাকেন, আইন মুখস্ত করার বিষয় নয়। বরং জানতে হয় এটি কোথায় পাওয়া যাবে। দলিল রেজিস্ট্রেশন বিষয়ক সমুদয় আইন-কানুন ও বিধানাবলীও বাস্তবে মুখস্ত রাখা সকলের পক্ষে সম্ভবপর হয় না। অভিজ্ঞতায় দেখেছি, ছােট-খাট অনেক বিষয়ে তাৎক্ষণিকভাবে হাতের কাছে উপযুক্ত কোন বই না থাকায় অনেক সময় সুষ্ঠু দায়িত্ব পালন বিঘ্নিত হয়। সে কারণে দলিল রেজিস্ট্রেশন বিষয়ে ব্যবহারিক যে সকল আইন, বিধি, পরামর্শ ও নির্দেশনা প্রতিপালন করতে হয়, সেগুলির ভিত্তিতে মূলতঃ ব্যবহারকারীগণের সুবিধার্থেই এ বইটি প্রণয়নের চেষ্টা করেছি।