''প্রাকৃতিক ভূগোলের সাথে পরিচিতি'' বইয়ের ভুমিকা : ভূগোলশাস্ত্রে প্রাকৃতিক ভূগোল একটি পরিবর্তনশীল বিষয়। আর এজন্যই জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ভূগোল বিষয়ের পাঠ্যসূচিতেও যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন বিষয়াদি অন্তর্ভুক্ত করা হচ্ছে। বর্তমানে প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্র ও পরিসর ব্যাপক বিস্তৃত ও সমৃদ্ধি লাভ করেছে। বাংলাদেশে বর্তমানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলা ভাষায় প্রাকৃতিক ভূগোল বিষয়ের ওপর লেখা বইয়ের সংখ্যা হাতেগোনা কয়েকটি যা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। এমতাবস্থায় আমরা আল্লাহর রহমতে ঐ নগণ্য সংখ্যক বইয়ের সাথে আর একটি বই সহজ-সরল ভাষায় লিখে সংযোজন করার চেষ্টা করেছি। প্রাকৃতিক ভূগোলের সাথে পরিচিতি বইটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রথম বর্ষ সম্মান শ্রেণির নতুন সিলেবাসের আলোকে লেখার চেষ্টা করেছি। আশা করি এদেশের ভূগোল ও পরিবেশ বিভাগে কর্মরত শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা বইটি পড়ে বেশ উপকৃত হবেন। বইটি লিখতে গিয়ে আমরা দেশ-বিদেশের বিভিন্ন লেখকের সংশ্লিষ্ট বিষয়ের ওপর রচিত বই থেকে বিভিন্নভাবে সাহায্য নিয়েছি। এজন্য সংশ্লিষ্ট সকল গ্রন্থকার ও প্রকাশকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পরিশেষে আমাদের প্রাকৃতিক ভূগোলের সাথে পরিচিতি বইটি ত্রুটিমুক্ত করতে ও এর উৎকর্ষ সাধনে সহকর্মীদের নিকট থেকে যথেষ্ট গঠনমূলক পরামর্শ ও উপদেশ পেয়েছি। এজন্য তাঁদের নিকট ঋণী রইলাম এবং ভবিষ্যতে আরো গঠনমূলক পরামর্শ আশা করছি। যাদের জন্য এই বইটি রচিত হয়েছে তারা জ্ঞান অর্জন করে উপকৃত হলে আমাদের শ্রম সার্থক বলে মনে করব। ডিসেম্বর ২০১৫ বিনীত লেখকবৃন্দ