"বাংলাদেশ সার্ভিস রুলস" বইটির সম্পর্কে কিছু কথা: সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত বা আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরী। সংক্রান্ত বিভিন্ন বিধি-বিধানের মূল নির্যাস বাংলাদেশ সার্ভিস রুলস-এ গ্রোথিত রয়েছে। বিএসআর মূল ইংরেজীতে প্রণীত এবং এর দুটি পার্ট রয়েছে; পার্ট-১ এ সরকারী কর্মচারীদের প্রধানত চাকুরীর শর্তাদি এবং পার্ট-২ কম্পেন্সেটরী এ্যালাউন্স নিয়ে বিধান করা হয়েছে; তৎসঙ্গে পেনশন সংক্রান্ত বিধানাবলীও যুক্ত রয়েছে। এই বিধিমালা দ্বারা প্রধানত সরকারী পর্যায়ে চাকুরীরত ব্যক্তিবর্গকে নিয়ন্ত্রণ করা হয় বিধায় প্রজাতন্ত্রের প্রায় সকল কর্মচারীই প্রত্যক্ষ-প্রত্যক্ষভাবে উক্ত বিধিমালা পাঠ করতে হয়। বিধিমালাটি মূলত ইংরেজীতে প্রণীত হওয়ায় এর নির্ভরযােগ্য বাংলা পাঠের অপ্রতুলতার কারণে সার্বিক চাহিদার দিকে লক্ষ্য রেখে অত্র গ্রন্থের বিধিমালাটির বঙ্গানুবাদ এবং তৎসহ তথ্যবহুল আলােচনার অবতারণা করা হয়েছে। আলােচনাসমূহ লেখকের নিজের অভিজ্ঞতাপ্রসূত হলেও প্রায় প্রতিটি আলােচনারই সংশ্লিষ্ট সূত্রোল্লেখ করার চেষ্টা করা হয়েছে বিধায় এগুলাের গ্রহণযােগ্যতা পাঠকবর্গের নিকট পাওয়া যাবে মর্মে বিশ্বাস করি।