"প্রাক-ইতিহাস" বইটির সম্পর্কে কিছু কথা: আপনার হাতের মুঠোয় ধরা প্রাক ইতিহাসের এই যে রচনাসম্ভার এতে রয়েছে ভারতের সবচেয়ে প্রাচীন সময়কালের মানবজীবনের বিবরণ-কথা। অনেক কাল আগের কথা; কোনাে লিপিবদ্ধ কথাচিত্রের আলােয় প্রত্যক্ষে বা পরােক্ষে এই প্রাচীন অন্ধকার উদ্ভাসিত হবারও আগের সময়কথা। ভারতবর্ষের মানুষের ইতিহাস— সে এক বিশাল পরিকল্পনা। এ হলাে তারই একাংশ কিন্তু আপনাতে আপনি সুসম্পূর্ণ হয়ে ওঠার এক আকাঙক্ষা। প্রথম অধ্যায়ে ভারতের ভূতাত্ত্বিক গঠন প্রক্রিয়া, তার জলবায়ু এবং প্রাকৃতিক পরিবেশের (সাধারণ উদ্ভিদ ও প্রাণীকুল) পরিবর্তনের কথা আলােচিত হয়েছে। অবশ্যই ইতিহাস এবং প্রাক-ইতিহাসের সঙ্গে যতটুকু প্রাসঙ্গিক ততটুকুই, তার বেশি নয়। দ্বিতীয় অধ্যায়ে গােটা বিশ্বের প্রেক্ষিতে মানুষের ইতিবৃত্ত আর তারপরে ভারতবর্ষের অভ্যন্তরে তার কাহিনীপট। কেবলি বদলে-যাওয়া কাজের হাতিয়ারে সংশ্লিষ্ট এদের স্রষ্টা এক মানব গােষ্ঠীর কাহিনী। প্রধানত কৃষির আবিষ্কার আর শশাষণে-গড়া সম্পর্কের সূচনাকাল বিবৃত হয়েছে তৃতীয় অধ্যায়ে। প্রামাণ্য রচনায় আর সাময়িক পত্রে একেবারে সাম্প্রতিক যেসব তথ্য পাওয়া গেছে তারই ভিত্তিতে উপস্থাপনার প্রয়াস করা হয়েছে এই তিনটি অধ্যায়ে। এই রচনাতে এবং একই সঙ্গে মানুষের ইতিহাসের পরবর্তী অংশে রচনাশৈলীকে ‘লােকপ্রিয়’, অলংকৃত কিংবা আষাঢ়ে না করে সরল, অনাড়ম্বর রাখার প্রচেষ্টা করা হয়েছে। বিষয়ভিত্তিক পরিভাষার ব্যবহার যতটা সম্ভব কম করা হয়েছে আর প্রথম ব্যবহারের সময় প্রত্যেকটি পারিভাষিক শব্দের একটা কাজ-চালানাে-গােছের ব্যাখ্যা দেবারও চেষ্টা করা হয়েছে। অবিশেষজ্ঞ পাঠকের কাছে পাছে কোনাে সংক্ষিপ্ত শব্দরূপ অর্থহীন হয়ে পড়ে, তাই সেগুলােকেও এড়িয়ে চলা হয়েছে।
ইরফান হাবিব মার্কসবাদী ঐতিহাসিক হিসাবে বিশ্ববন্দিত। কিন্তু এই অভিধা ঐতিহাসিক ইরফান হাবিবের ইতিহাস চর্চার মৌলিকত্ব ও অভিনবত্বের সম্পূর্ণ ব্যাখ্যা দেয় না। মার্কসবাদ ও সমাজতন্ত্রে বিশ্বাসী এই মানুষটি মার্কসবাদী ইতিহাস চর্চার ক্ষেত্রে যে বলিষ্ঠতা ও মৌলিকত্ব প্রদর্শন করেছেন, তাতে ভারতইতিহাস চর্চায় নিয়ে এল এক অভাবনীয় মাত্রা। প্রাচীন যুগ থেকে আধুনিক যুগের ভারতবর্ষের ইতিহাসের প্রায় সব ক্ষেত্রেই তাঁর অনুসন্ধানী দৃষ্টি পড়েছে। তার বস্তুনিষ্ঠ, তথ্যসমৃদ্ধ বিশ্লেষণের আলোয় মধ্যযুগের ভারত স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়েছে। এ বিষয়ে তাঁর পিতা বিখ্যাত ঐতিহাসিক মহম্মদ হাবিবকেও তিনি ছাড়িয়ে গেছেন বলে মনে হয়। তাঁর The Agraian System of Mughal India ক্লাসিক পর্যায়ের ইতিহাস চর্চা। তিনি ১৯৩১ সালে উদারপন্থী-মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে মাত্র ২২ বছর বয়সে ইতিহাস বিভাগে লেকচারার পদে যোগ দেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি ডিগ্রি লাভ করেন। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক পদ থেকে ১৯৯২ সালে অবসর নেন। এখনও তিনি ভারতব্যাপী গবেষকদের প্রেরণাদাতা ও সঠিক পথের দিশারি। তার নিজস্ব গবেষণা-গ্রন্থ, সম্পাদিত-গ্রন্থ এবং প্রবন্ধ কেবল সংখ্যার দিক থেকেই নয়, বিষয় বৈচিত্র্যে, গভীরতায় এবং মার্কসীয় ব্যাখ্যার অনন্যতায় অসাধারণ।