প্রত্যেক মানুষই জীবনে সফল হতে চান, কিন্তু খুব কমসংখ্যক মানুষই শেষ পর্যন্ত জয়ী হন। মানুষ সাধারণত জানে কোথায় পৌছতে চায়, কিন্তু জানে না। কিভাবে সেখানে পৌছাতে হয়। বিক্রয়-বন্ধু রাজিব আহমেদ বিশ্বাস করেন- জয়ী হওয়ার উদগ্র বাসনা মানুষকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে। এই বইটিতে তিনি বিধৃত করেছেন নিজের জীবন থেকে নেওয়া শিক্ষা ও অভিজ্ঞতা; তিনি বলেন ব্যবসায় সফলতা নির্ভর করে দক্ষতার উপর আর দক্ষতা আসে পরিশ্রম ও বুদ্ধিমত্তার সংযােগে। বাধা-বিপত্তি সম্পর্কে সচেতন থাকলে দক্ষ ও সফল ব্যবসায়ী হতে আপনার বেশি সময় লাগবে না। বাস্তব। স্বপ্ন ও প্রচেষ্টা কখনাে ব্যর্থ হয় না। মানুষ যা আশা করে, তা যদি বিশ্বাসে রূপান্তরিত করে, তাহলে তা সত্যিই পেতে পারে- এটাই জীবনের ধর্ম। তিনি বইটিতে বিভিন্ন লোকের উদাহরণ দিয়েছেন যেমন: ১.শেখ আকিজউদ্দিন:- ফেরিওয়ালা থেকে শিল্পপতি ২.আবদুল খালেক:- ট্রাক ড্রাইভার থেকে শিল্পপতি ৩. মোজআম্মেল হক:- শ্রমিক থেকে শিল্পপতি দেশবরেণ্য পেশা পরামর্শক ও রাজিব আহমেদ চারটি বহুজাতিক কোম্পানিতে (রেকিট বেনকিজার, ইউনিলিভার, বাংলালিংক ও রবি) চাকরি করার সুবাদে যে বিস্তৃত অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, এই বইটি তাঁর সেই ব্যক্তিগত শিক্ষা, প্রশিক্ষণ ও পেশাগত অভিজ্ঞতার ফসল। বইয়ে বর্ণিত নির্দেশনাগুলাে যথাযথ অনুসরণ করলে এবং প্রয়ােগে কৌশলী হলে আপনিও পেশাগত জীবনে সফল হবেন। উন্নতির স্বর্ণশিখরে পৌছতে চাইলে পুরাে বইটি মনােযােগ দিয়ে পড়ে ফেলুন। গুরুত্বপূর্ণ বিষয়গুলাে চিহ্নিত করে সেই মতাে প্রস্তুতি নিন। আশ্চর্য হয়ে দেখবেন- সাফল্য আপনাকে। হাতছানি দিয়ে ডাকছে!
জীবন ঘনিষ্ঠ বহুমাত্রিক লেখক রাজিব আহমেদ বাংলা মননশীল সাহিত্যকে ক্রমেই সমৃদ্ধ করে চলেছেন। তিনি বাংলাদেশের অন্যতম বিক্রয় ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ৫০ অতিক্রম করে গেছে। বাংলাদেশে আত্মোন্নয়নমূলক অভিনন্দন লাভ করেছেন। রাজিব আহমেদ চারটি স্বনামধন্য বহুজাতিক কোম্পানিতে (রেকিট বেনকিজার, ইউনিলিভার, বাংলালিংক ও রবি) দশ বছরের কর্মজীবন থেকে স্বেচ্ছায় ছুটি নিয়ে এখন মুক্ত বিক্রয় প্রশিক্ষক ও অনুপ্রেরণামূলক বক্তা; জয় করে চলেছেন অসংখ্য বিক্রয় পেশাজীবী, শিক্ষার্থী ও দর্শক শ্রোতার হৃদয়। লেখালেখি তার নেশা আর ভালোবাসেন দেশ-বিদেশে ঘুরে বেড়াতে।