Summary:
Description তরুণদের কাছে ফটোগ্রাফি বিষয়টি জনপ্রিয়তার শীর্ষে। শখের পাশাপাশি পেশা হিসেবেও ফটোগ্রাফির চাহিদা দ্রুত বাড়ছে। সাধারন ডিজিটাল ক্যামেরা, মোবাইল ক্যামেরা ছেড়ে হাতে উঠে আসছে DSLR (ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স) এর মত অত্যাধুনিক ক্যামেরা। ফটোগ্রাফির আছে নানান ক্যাটাগরি। কেউ ন্যাচার ফটোগ্রাফি করতে ভালোবাসেন, কেউ কমার্শিয়াল ফটোগ্রাফি করতে আগ্রহী। পেশা হিসেবে ওয়েডিং ফটোগ্রাফি তরুণ চাহিদার তুঙ্গে। এগুলোরও অসংখ্য ধরন আছে ল্যান্ডস্কেপ, পোট্রেইট, প্রোডাক্ট, ম্যাক্রো, ফরেনসিক, ট্রাভেল, ইভেন্ট ফটোগ্রাফি ইত্যাদি।
ফটোগ্রাফির চাহিদা ও জনপ্রিয়তা কেবল দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। ভালো ফটোগ্রাফারের কদর রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। গুণী ফটোগ্রাফারদের ছবিগুলো বিশ্ববিখ্যাত এ্যাওয়ার্ড বয়ে আনছে। ভালো ছবি থেকে আয় করার বিশাল সুযোগ রয়েছে। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে ছবি বেচাকেনাও হচ্ছে এখন।
পেশা কিংবা শখ যে উদ্দেশ্যেই তোলা হোক ছবি হতে হবে পারফেক্ট। একটা ভালো ছবির পুরোটাই তোলার ওপর নির্ভর করে না। প্রায় অনেকাংশই নির্ভর করে প্রোপার এডিটের ওপর। প্রোপার এডিট জানা না থাকায় অনেকেই ফটোগ্রাফিতে তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছুতে পারছে না। এই ক্ষেত্রে প্রতিযোগিতায় অন্যদের টপকে যেতে ছবি তোলার দক্ষতার পাশাপাশি ছবি এডিটিংয়েও দক্ষতার পরিচয় দিতে হবে।
মোবাইল ক্যামেরা কিংবা সাধারন ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা যেমন সহজ তেমনি সেগুলো এডিট করাও সহজ। খুব সাধারন কিছু কারেকশন ও ইফেক্ট যুক্ত করা ছাড়া ওগুলোতে আর তেমন কোন কাজ করা যায় না। এক্ষেত্রে DSLR ক্যামেরায় তোলা ছবি এডিটিং তুলনামুলক জটিল। এসব ছবিতে করার মত অনেক কাজ থাকে। যা ছবিকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে পারে।
এডিটের কথা বলতে গেলে একটু পেছনের দিকে তাকাতে হয়। একটা সময় ছিল যখন ছবি এডিট থেকে ডেভেলপের সমস্ত কাজ করতে হত ডার্ক রুমে। একটি অন্ধকার ঘরে, অনেক সাবধানে, সময় নিয়ে ছবির খুঁটিনাটি সংশোধন করা হত। সামান্য অসাবধানতায় অনেক ক্ষতির সম্ভাবনা থাকতো। সময়ের সাথে সাথে এই ধারার পরিবর্তন এসেছে। তোলা ছবির পূর্ণাঙ্গ এডিটিং এখন সফটওয়্যারেই সম্ভব।
ছবি এডিটিঙের সফটওয়্যার হিসেবে ফটোশপের কথাই সবাই সাধারনভাবে জানে। কিন্তু ফটোশপ মূলত গ্রাফিক্স ডিজাইন সংক্রান্ত কাজের জন্যই বেশি উপযোগী। ক্যামেরায় তোলা ছবির এডিটিংয়ের জন্য উপযুক্ত সফটওয়্যার হল ‘লাইটরুম’। এটা ফটোগ্রাফারদের অত্যাবশ্যকীয় সফটওয়্যার। পেশাদার ফটোগ্রাফিতে বর্তমানে এই সফটওয়্যারের উপযোগিতা সবচেয়ে বেশি। ছবির কালার, এক্সপোজার কারেকশনের মত বেসিক থেকে শুরু করে আন্তর্জাতিক মানের এডিটিং এই সফটওয়্যার দিয়ে করা হয়।
বর্তমান তরুণ প্রজন্মের ফটোগ্রাফিক চাহিদার কথা মাথায় রেখে ‘লাইটরুম’ নিয়ে টিউটোরিয়াল তৈরি করেছেন ইমরান হোসাইন হিমেল। এখানে এ্যাডব লাইটরুমের ব্যবহার এ টু জেড দেখানো হয়েছে। ব্যবহারকারিদের সুবিধার্থে প্রয়োজনীয় উপকরণগুলো সংযুক্ত করা আছে। বাংলাদেশে, বাংলা ভাষায় এটিই লাইটরুমের প্রথম ও একমাত্র টিউটোরিয়াল।
টিউটোরিয়ালটি সংগ্রহ করা যাবে রকমারি ডট কম থেকে।
Class Content 1. Lightroom Setup : how to set up lightroom with crack, install Lightroom.
2. Introduced with Lightroom : how works light room, Light room photograph Edit Panel and workspace, LIghtroom Basic intro.
3. Loading Images : How to Open photo in Lightroom, How to Import Photograph, How to Create Catalog in lightroom, Quickly Filter and Pick Your Best Photo, remove, Select your photo.
4. Raw vs JPG : What is Raw nef, CR2, etc. what is the difference between raw and JPEG in Photography, Why you Should Capture RAW, how to Convert NEF and CR2 file, RAW photography.
5. Crop Tools : How resize your photo, rules of third in photography, composition in photography.
6. Spot Removal Tool : how to remove unwanted object, how to duplicate object in lightroom, Spot removal tools using.
7. Graduated Filter : how to correct your overexposed and underexposed photograph by graduated filter, how to edit landscape sky in light room.
8. Radial Filter : how to correct specific object in photo. Photo filter, add a filter in your photograph
9. Adjustment brush : edit your photo using brush, Tone Curve
11. Black and white : how to create black and white photography, HDR B and W photography, Black and White Photography Post Processing technique, color in black and white.
12. Sharpening and noise reduction : Luminance, Smoothness, detail in lightroom.
13. Spot Remove and Photo Retouch : two website for photographer and stok photography, removing unnecessary object in lightroom, face retouching.
14. Portrait Retouch : photo retouch in lightroom, Portrait retouch, Clean teeth, Cleaning Pimple and Acne, Color Correction,
15. White Balance : White Balance correction, Color Balance, gray balance, neutral balance, Color cast, Color temperature.
16. Landscape and Portrait post processing: landscape with people photography
17. Split Toning : in photography
18. Creating Presets : create effect, Photo effect, edit photo just a few clicks
19. Selective Color : Selective color photography, Selective coloring effect, Colorization, How to Create a Selective Color, color in black and white.
20. Developing a Macro Photograph : How edit a macro photograph, macro photography,
21. How I Processed my work : 100 photograph edit in a hour, how use light room,
22. Export and Save : RAW to JPG Convert, nef to jpg Convert, raw to jpg convert, export to your edited file.
23. Adding watermark : add a copyright Signature/logo in your photo,
>>See Video Trailer