“গর্ভবতী মায়ের যত্নে মায়ের পাশে" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ একজন সুস্থ মা একটি সুস্থ সন্তানের জন্য পূর্বশর্ত। গর্ভবতী মায়ের জন্য গর্ভকালীন এবং প্রসব পরবর্তী গুরুত্বপূর্ণ সময়ে সংসারের সবার। সহযােগিতা, মায়া, মমতা, ভালােবাসার যেমন প্রয়ােজন, তেমনি প্রয়ােজন এ সময়ের করণীয়গুলাে সম্বন্ধে সঠিক এবং পরিপূর্ণ জ্ঞান । মায়ের পাশাপাশি সন্তানের সুষ্ঠু জন্মের জন্য বাবার ভূমিকাটিও অসীম গুরুত্বপূর্ণ, যেটি প্রায়সময়েই আমাদের সমাজে অবহেলিত থাকে। গর্ভবতী স্ত্রীকে সাথে নিয়ে স্বামী যখন এ ব্যাপারে আমাদের কাছে জানতে আসেন তখন কতই না মধুর সে দৃশ্য। এই আধুনিক সময়ে দাড়িয়ে একজন অনাগত সন্তানের মাবাবা এবং পরিবার সংশ্লিষ্ট স্বজনরা গর্ভবতী মা এবং গর্ভস্থ সন্তানের সুরক্ষায় নিজেদের সঠিক ভূমিকা পালনে সচেষ্ট হবেন এটা চিকিৎসক হিসাবে আমাদের সবসময়ের চাওয়া। বইটিতে আমি চেষ্টা করেছি গর্ভকালীন এবং প্রসব পরবর্তী সময়টাকে বিজ্ঞানভিত্তিক তথ্য-উপাত্ত সহকারে উপস্থাপন করতে, যাতে গর্ভবতী মা এবং তার স্বজনেরা এ সময়ের গুরুত্ব এবং করণীয় সম্বন্ধে আধুনিক বিজ্ঞান কি বলছে সে সম্বন্ধে একটি সম্যক ধারণা পেতে পারেন । সুস্থ মা এবং সুস্থ সন্তানের জন্মে বইটি সামান্য ভূমিকা রাখলেও আমার এ ক্ষুদ্র প্রয়াস সার্থক হয়েছে বলে আমি মনে করব ।