“আমেরিকার ইতিহাস ও রাজনীতি" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ বর্তমান বিশ্ব একটি গ্লোবাল ভিলেজ। তথ্য-প্রযুক্তির উন্নয়ন ও বিকাশ বিশ্বকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে। ফলে দেশ ও জাতিসমূহের মধ্যে একে অপরকে জানার আগ্রহ ও অনুসন্ধিৎসা বেড়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র আমেরিকার ইতিহাস ও রাজনীতি নিয়ে বাংলাদেশের মানুষের মনে রয়েছে নানা রকম প্রশ্ন। লেখক রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ও শিক্ষক। তিনি মাত্র চৌদ্দ বছর বয়সে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছেন । তাই আমেরিকার মুক্তিযুদ্ধ সম্পর্কে রয়েছে তার ব্যাপক কৌতূহল । তিনি আমেরিকার ২০টি স্টেটের পথে-পান্তরে ঘুরে বেড়িয়েছেন । তাত্ত্বিক জ্ঞান এবং সার্বিক অভিজ্ঞতার আলােকে তিনি অতি সহজ-সরল ভাষায় ব্রিটিশ-আমেরিকান কলােনি এবং বর্তমান আমেরিকার ইতিহাস, ঐতিহ্য, বিপ্লবী স্বাধীনতাযুদ্ধ, গৃহযুদ্ধ, রাজনীতি নির্বাচন এবং প্রেসিডেন্টদের কথা তুলে ধরেছেন। গ্রন্থটিতে রয়েছে অনেক তথ্য এবং অনেক প্রশ্নের সমাধান। তাছাড়া রয়েছে গণতন্ত্র, নির্বাচন ও রাজনীতি সম্পর্কে কিছু মতামত। গ্রন্থ রচনাকালে শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও সাধারণ পাঠক-সবার কৌতুহলের প্রতি গুরুত্ব দেয়া হয়েছে। আশা করা যায় গ্রন্থটি পাঠকসমাজ কর্তৃক সমাদৃত হবে।