"গোধূলি বেলায় শেষ দেখা" বইয়ের সংক্ষিপ্ত কথা: এ যেন এক রূপকথার গল্প—দুষ্টু প্রজাপতির নজর দোষে রাজকুমারের সঙ্গে যেমন ভিখারিনির প্রেমের সম্পর্ক গড়ে উঠত, তেমন করেই বিখ্যাত শিল্পপতি বীরেশ্বর মুখার্জির ছেলে রাজার সঙ্গে সামান্য ড্রাইভার মঙ্গলের মেয়ে কাবেরীর প্রেম।
পরিণতিতে, একদিকে ফুসে উঠল আভিজাত্য-- আর একদিকে, প্রেমের নিঃশব্দ অভিসার সুযােগ বুঝে ধেয়ে এল স্বার্থান্বেষী কালসাপের দল- আভিজাত্যের পায়ে পড়ল লােভের ছােবল। তাই সেদিনের শিল্পপতি বীরেশ্বর মুখার্জি আজ প্রায় পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। রূপকথার রানিমা শান্তিলতা ভিখারিনি সেজে, পথে পথে ভিক্ষা করছে। — রাজকন্যা রানি বাংলা সিনেমার হট প্রােডিউসার হরিশ আগরওয়ালের কাছেইজ্জত খুইয়ে আত্মঘাতিনী বাংলা সিনেমার নায়ক সুরেশ কুমার উভ্রান্ত। — অতীতের লাটাই হাতে সত্য পাগলা উড়িয়ে যাচ্ছে। সম্পর্কের ঘুড়ি—সকাল গড়িয়ে, গােধূলি এল— আভিজাত্যের সঙ্গে প্রেমের আবার দেখা হল সেই গােধূলি লগ্নে। ‘গােধূলি বেলায় শেষ দেখা যাত্রা পালাটি ইংরেজি ২০০০ সালে শ্ৰীমতী রুনু সরকার প্রযােজিত মুক্তমঞ্জরী অপেরা (কলকাতা)-র কর্ণধার শ্রীনেপাল সরকার-এর অনুপ্রেরণায় আমার এ পালা লেখা।