প্রকাশ থাকে যে, ‘লা-তাহযান’ হতাশ হবেন না কিতাবটি সৌদি লেখক ড. আয়েয আল কারণীর লিখিত অস্বাভাবিক ব্যতিক্রমী একটি আশাব্যঞ্জক গ্রন্থ, সম্মানিত লেখক বইটিতে এমন একটি গুরুত্বপূর্ণ ও বিস্তৃত বিষয় নিয়ে আলােচনা করেছেন যে ব্যাপারে অধিকাংশ লােকই ভূক্তভােগী। তিনি লা-তাহযান গ্রন্থটি লেখার পূর্বে মানুষের প্রধান প্রধান সমস্যাগুলাে অনুসন্ধানের পর দুশ্চিন্তাকে প্রধান সমস্যারূপে চিহ্নিত করে মানুষের দুশ্চিন্তা, বিষন্নতা ও উৎকণ্ঠা দুর করণে একটি আন্তরিকতাপূর্ণ, হৃদয়স্পর্শী ও দায়িত্বনিষ্ঠ গবেষণা করেছেন, যাতে মানব জীবনের বিয়ােগান্তিক দিক সম্পর্কে আলােচনার প্রতি গুরুত্ব দিয়ে অনেকগুলাে বিষয়ের উপর ছােট ছােট টপিক স্থাপন করেছেন। আর বইটিও পাঠকবৃন্দের নিকট সমাদৃত ও পছন্দনীয় হয়েছে এবং বিক্রয়ে সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে, এমনকি বহু ভাষায় অনুদিতও হয়েছে। এ গ্রন্থটি বহু বিষয়ের সমন্বয়ে রচিত এক পরিমার্জিত ও পরিশীলিত সাধনা, এক কথায় এ গ্রন্থটি আপনার উদ্দেশ্যে বলে সুখী হউন, প্রশান্ত হউন, সুখের বার্তা শুনুন, আশাবাদী হউন, দুঃচিন্তা পরিহার করুন। এবং বইটিতে আরাে আলাচনা করা হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা, অনাস্থা-অবিশ্বাস, ক্লান্তি-অবসাদ, চিন্তা-দুশ্চিন্তা, দুঃখ-বিষাদ, হতাশা-নিরাশা ও ব্যর্থতা আর আশাবাদ ও নিরাশাবাদের সবদিক ও মাত্রা। সুপ্রিয় পাঠকবৃন্দ! এ গ্রন্থটি যেন- প্রজ্ঞাপূর্ণ আয়াত, বিশুদ্ধ হাদীস, সুন্দর উপদেশ, প্রজ্ঞাপূর্ণ বাণী, বিভিন্ন কবিতা, প্রবাদ, কুরআনিক কাহিনীর চমৎকার বর্ণনা, অর্থবহ কৌতুক, মজার মজার বিষয় নিয়ে, পানি, ছায়া, সমীরন ও সৌরভে এমন এক উদ্যানে পরিণত হয়েছে, যেন কুরআনের দীপ্তি, সুন্নাহর আলাে, ইতিহাসের সত্যতা, জীবনচরিতের শিক্ষা, সাহিত্যের চমক, কাব্যের যাদু। এতে আরাে রয়েছে মুসলিম শিক্ষাবিদগণের বাণী, দার্শনিকদের উক্তি, মুসলিম সাধকগণের উপদেশ, কবিদের কাব্যচেতনা, সাহিত্যিকদের রত্নবাণী, চিকিৎসাবিদগণের দিক নির্দেশনা। তিনি স্বীয় অভিজ্ঞতা, বই-পুস্তক, প্রাচ্য ও পাশ্চাত্যের প্রবীণ ও নবীণদের বাণী, ঐশীগ্রন্থ ও পত্রপত্রিকা, প্রচারপত্র ও সাময়িকী থেকে সাহায্য নিয়ে একটি কার্যকর প্রভাবশালী যৌক্তিক নির্ভরযােগ্য বিশেষ বার্তামূলক জীবন টিপস পেশ করেছেন। আশা করি পাঠকের অন্তরের যাবতীয় দুঃখ-কষ্ট, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, হতাশাবিষন্নতা, অস্থিরতা-কাতরতা, হয়রানি-পেরেশানি ও অশান্তি দূর হয়ে স্বস্তি ও শান্তি ফিরে পাবে। এবং বইটির নির্দেশনা গুলাে পাঠককে জীবনের আলােক বর্তিকা হিসেবে আলাের দিশা দেখাবে, এবং পাঠক হৃদয়কে কুরআন সুন্নাহের আলােকে জীবন পরিচালনার জন্য উদ্বুদ্ধ করবে। এবং একটি সুন্দর নতুন জীবন গড়তে পারবে। ইনশাআল্লাহ.....
Dr. Ayez Al Karni ১৩৭৯ হিজরী মোতাবেক ১৯৫৯ ইং সনে দক্ষিণ সৌদী আরবের করন জেলার আশ-শুরাইহ নামক গ্রামে জন্মগ্রহণ করেন্ অল্প বয়সেই তিনি পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন। মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন রিয়াদে। উচ্চতর পড়াশুনা করেন প্রাদেশিক শহর আবহায়। একাডেমিক শিক্ষার পাশাপাশি তাঁর ব্যক্তিগত অধ্যায়নের পরিধি সুবিস্তৃত ও অতুলনীয়। ড. আয়েয আল করনী এ পর্যন্ত বহু গ্রন্থ রচনা করেছেন। সেগুলোর মধ্যে আত-তাফসীরুল মুয়াসসার, আল-ফিকহুল মুয়াসসার, আশিক, লা তাহযান বিশেষভাবে উল্লেখযোগ্য। ড. করনী দাওয়াতের উদ্দেশ্য লেখালেখি, বক্তৃতা-বিবৃতি ও গ্রন্থরচনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, গুগলপ্লাস ও ইউটিউব ইত্যাদিতেও সমানভাবে সক্রিয়। তাঁর বক্তৃতার ক্যাসেটের সংখ্যা হাজার ছড়িয়ে গেছে।