* গারদ * প্রথম অঙ্ক [ সজনীকান্তর ড্রইং রুম। ঘরটি দামি আসবাবপত্রে সাজানো। ড্রইং রুমে সজনীকান্তর বড় জামাই প্রতুল খবরের কাগজ পড়ছে। চাকর তুলসি চা নিয়ে আসে। প্রতুল খবরের কাগজ থেকে মুখ ওঠায় না দেখে তুলসি একটু গলায় আওয়াজ করে। তবুও প্রতুল কোন সাড়া দেয় না। অবশেষে তুলসি ডাকে— ] তুলসি ॥ জামাইবাবু — প্রতুল ॥ (কাগজে চোখ রেখে) উঁ?? তুলসি ॥ চা— প্রতুল ॥ ও, রেখে যাও। তুলসি— [ তুলসি চায়ের কাপ রেখে যেতে থাকে। ] তুলসি ॥ কি বলছেন ? প্রতুল ॥ তোমার দিদিমনি কোথায় বলতো ? তুলসি ॥ ছোট দিদিমনি তো কলেজ থেকে ফেরেননি। প্রতুল ॥ ছোট দিদিমনি ? তুলসি ॥ ও–বড় দিদিমনির কথা জিজ্ঞেস করছেন? তা—তিনি রয়েছেন। প্রতুল ॥ রয়েছেন তা তো জানি, কিন্তু কোথায় ? তুলসি ॥ ঘর-দোর সাফ করছেন। প্রতুল ॥ এখন কি ঘর-দোর সাফ করবার সময়? এতদিন পর আমি এসেছি! তুলসি ॥ আপনি এসেছেন বলেইতো ঘরদোর সাফ করতে লেগেছেন। আমাকে বললেন—জামাইবাবু এসেছেন, নোংরা বাড়ি দেখলে কি মনে করবে। এই না বলে ঝপাং ঝপাং ঝ্যাঁটা মারতে শুরু করলেন। তাবড় দিদিমনিকে ডেকে দেব? প্রতুল ॥ ঘরে আর কে আছে? তুলসি ৷ শুধু কর্তাবাবু রয়েছেন।