গ্রন্থটি সম্বন্ধে রাজ্যের (SSC) (School Service Commission)-এর মাধ্যমে গ্রন্থাগারিক নিয়োগের পরীক্ষা যে সব ছাত্র-ছাত্রীরা বসতে চলেছে তাদের সফল হওয়ার উদ্দেশ্যে এই গ্রন্থ। SSC পরীক্ষার উপযুক্ত বই কম থাকায় ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় সফল হওয়ার জন্য এই প্রয়াস। আশা করি তারা উপকৃত হবে। প্রশ্নোত্তরের মাধ্যমে সহজ ভাষায় যেভাবে উত্তর লেখা উচিত সেভাবেই বইটির রচনা। এই বইতে গ্রন্থাগার ও সমাজ, গ্রন্থাগার বর্গীকরণ, সূচীকরণ, গ্রন্থাগার প্রশাসন, রেফারেন্স সার্ভিস, তথ্যবিজ্ঞান ও তথ্য পরিষেবা, গ্রন্থাগার ও কম্পিউটর, আরকাইভ ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয়ের ওপর প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। এছাড়া গ্রন্থাগার বিজ্ঞানের ওপর অবজেকটিভ প্রশ্নোত্তর ও Abbreviation দেওয়া হয়েছে। গ্রন্থটির রচনায় প্রেরণা দিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের বিভাগীয় প্রধান সপ্তর্ষি ঘোয় মহাশয়। তাঁর উপদেশ ছাড়া এই বই প্রকাশ করা সম্ভব হত না। এছাড়াও আন্তরিক কৃতজ্ঞতা জানাই অর্পিতা প্রকাশনীকে । পরিশেষে যাদের জন্য এই বই লেখা তাদের কাজে লাগলে পরিশ্রম সার্থক বলে মনে করব।