ইসলামী তাহজীব শিশু শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী বইটি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ - কর্তৃক সম্পাদিত।ইসলামী তাহযীব বইটি রচনা করেছেন মুহাম্মদ আব্দুল জব্বার জাহানাবাদী।বইটিতে রয়েছে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য ইসলামিক জিবন যাপনের সঠিক দিক - নির্দেশনা।এছাড়াও রয়েছে ইসলামি অধিকার,তাহযীব হাদিস ও বিভিন্ন দোয়া যা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়ে থাকে। ইসলামী তাহজীব শিশু শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী বইটিকে ছয়টি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে।প্রত্যেকটি অধ্যায়কে আবার দুইটি পাঠে ভাগ করা হয়েছে।প্রথম পাঠে শিক্ষার্থী আলোচ্য বিষয়বস্তু সহীহশুদ্ধ ভাবে মুখস্থ করবে এবং দ্বিতীয় পাঠে শিক্ষক বিষয়বস্তু শিক্ষার্থীকে বুঝিয়ে দেবেন এবং দৈনন্দিন জীবনে এসব আমল বাস্তবিত করার উপদেশ দেবেন। শিশু শ্রেণী থেকেই যেন ছাত্র - ছাত্রীরা নিজেদের জীবনে ইসলামিক চর্চা ও আদব - কায়দাকে বাস্তবায়িত করতে পারে সেভাবেই সহজবোধ্য ও সুন্দর ব্যাখ্যার মাধ্যমে লেখা হয়েছে ইসলামী তাহযীব ( বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ) বইটি।ইসলামিক আদর্শে জীবন যাপনের নিতি শিক্ষা যেমনঃ সালাম,সালামের জবাব, খাওয়া শুরুর দোয়া,কালীমা বাংলা অর্থসহ ইত্যাদি রয়েছে এখানে। ইসলামি তাহযীবে ইসলামিক অধিকার ও তাহজীব হাদিসের মাধ্যমে কুরআন কারীমের উপদেশ সহ বিশ্বনবি (সঃ) - এর উপদেশের ব্যাখ্যা করা হয়েছে।আল্লাহ পাকের পবিত্র নিরানব্বই নামের উল্লেখ রয়েছে। ইসলামি তাহযিব বইটি এত সহজভাবে উপস্থাপন করা হয়েছে যে, জীবনের শুরুতেই শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র - ছাত্রীরা ঈমান ও আকিদা বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করতে পারবে। এই জ্ঞান তদেরকে ইসলামের আদর্শে জীবন গড়তে সহায়তা করবে এবং ভবিষ্যত জীবনকে উজ্জ্বল করবে।
Title
ইসলামী তাহযীব - শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেনীর জন্য