রাজকুমারী - ১ : দ্য সিক্রেট অব দ্য টেম্পল, রাজকুমারী-২ : ব্লাড অব দ্য প্রিন্সেস, রাজকুমারী - ৩ : দ্য লাস্ট ক্যাসল অব দ্য কিং, রাজকুমারী - ৪ : দ্য এন্ড অব দ্য ডেভিলস কিংডম
রাজকুমারী সিরিজঃ ১-৪ খণ্ড রকমারি কালেকশন" বইটির ফ্ল্যাপ-এর লেখাঃ একদিকে উলঙ্গ লালসা, আর অন্যদিকে উৎপীড়িতের নিঃশব্দ ক্রন্দন। শূন্যতার মধ্যে দেহহীন অস্তিত্বের এক আশ্চর্য আখ্যান এই ‘রাজকুমারী'। মােট চার খণ্ডের বিশাল আকারের উপন্যাস। এ উপন্যাস ঐতিহাসিক উপন্যাস-সাহিত্যে এক অভিনব মাত্রা সংযােজন। ড. করম হােসাইন শাহরাহি সেই পথেই হেঁটেছেন। সত্যানুসন্ধানী ড. শাহরাহি বাস্তবতাকে আড়াল করে পাঠকনন্দিত হতে চাননি; বরং নিজে একজন পুরুষ হয়েও নির্দ্বিধায় উদঘাটন করেছেন ধর্মের নামে অনাচারে অভ্যস্ত। পুরুষজাতির বর্বরতা ও নীচতার অতল পাপাচার। কিছু কিছু নারী-পুরুষ যে পশুরই এক রূপ এবং দেশ-কাল-পাত্র ভেদে খুব বেশি পার্থক্য তাদের মধ্যে নেই এবং কখনাে কখনাে মুখােশের অন্তরালেও সেই একই পশুবৃত্তিচর্চাতেই তারা নিবেদিত- সে কথাই উঠে এসেছে ‘রাজকুমারী’তে। উপন্যাসটির বিভিন্ন আঙিনায় আমরা দেখতে থাকি- প্রশস্ত বাহুর অধিকারী ওই মুসলিম যােদ্ধারা জমিনের যে প্রান্ত দিয়ে হাঁটতে শুরু করে সে জমিনের প্রশস্ততা যেন মাথা নুইয়ে দেয় তাদের চরণতলে। এদের কারও তরবারি কোষমুক্ত হলে মেঘের আড়ালে লুকিয়ে থাকা বিজলিরা আত্মগােপন করে গহিন অন্ধকারে। পাহাড়ের মতাে অটল তাদের দৃঢ়তা। এই জানবাজ মুজাহিদদের কপালে সর্বদা লেগে থাকে সফলতার আলােকরেখা- সূর্যের কিরণের চেয়েও অধিক তেজি যার রশ্মি। আরেক পক্ষ সাম্প্রদায়িকতা আর ঘৃণার যে আগুন জ্বালিয়ে দিয়েছে, তারা কি জানে তার শিখা কতােদূর গড়িয়েছে? কতাে লাখ বুনি আদম পুড়ে অঙ্গার হয়ে গেছে সেই আগুনে! জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে কতাে বাড়ি-ঘর। এ সবই ধর্মের নামে অনাচারে অভ্যস্তদের পাপের ফল। যারা একবারের জন্যও ভাবেনি যে, তাদের এই পৈশাচিকতা সম্পর্কে মহান সৃষ্টিকর্তা বেশ অবগত! তার শাস্তি তাে বড়ােই ভয়াবহ! অগণিত নিস্পাপ প্রাণের প্রবাহিত রক্ত ইনসাফ প্রার্থনা করছে। এমন সময়ে ত্রাতা হয়ে আসেন সুলতান আলি কুলি খান, নাদের খান, স্বামী মনােহর লাল, শেখর, ফিরােজ খান, সাইয়িদ হায়দার ইমাম, রাম দাস, গােপালজিসহ আরও অনেকে। শুরু হয় ইতিহাসের এক নয়া দাস্তান। এ এক অনবদ্য ইতিহাসের চিত্তাকর্ষক উপাখ্যান। এক চেপে রাখা ইতিহাসের মােড়ক উন্মােচন। বাংলা-বিহার-উড়িষ্যার সুরম্য অতীত আর ঝাবিক্ষুব্ধ লড়াইয়ের দাস্তান প্রাঞ্জল ভাষায় বিবৃত হয়েছে এ গ্রন্থে। এ গ্রন্থ কেবল একটি উপন্যাস নয়, এ গ্রন্থ এমন এক ইতিহাসের জানান দিয়ে গেছে যে ইতিহাসের তালাশ ছিলাে না বহুদিন ইতিহাসের পাতায়। ষােড়শ শতকের বাংলার সুলতান আলি কুলি খানের বীরত্ব আর শৌর্যের কীর্তিগাথা যেমন মােড়ক খুলেছে সাহসী কলমে, তেমনি মুখােশ উন্মোচিত হয়েছে সেইসব লােকদের, যারা একদা বাংলার বুক থেকে মুছে দিতে চেয়েছিলাে ইসলাম ও মুসলমানিত্বের পরিচয়। এ গ্রন্থ ইসলামের এক বিজয় নিনাদ। এ গ্রন্থ ইনসানিয়্যাতের ঝাণ্ডাকে উড্ডীন করেছে সদর্পে। সাম্প্রদায়িক সম্প্রীতি আর মানবপ্রীতির বন্ধনকে তুলে ধরেছে সবকিছুর উর্ধ্বে। লড়াই, রাজ্য, ষড়যন্ত্র , প্রেম, ভালােবাসা, বিরহ, অশ্রু আর যুদ্ধদিনের জমাট কাহিনি সাজানাে আছে ‘রাজকুমারী’র পরতে পরতে। আপনাকে স্বাগতম!