Sapiens: A Brief History of Humankind is a book by Yuval Noah Harari first published in Hebrew in Israel in 2011, and in English in 2014. The book surveys the history of humankind from the evolution of archaic human species in the Stone Age up to the twenty-first century, focusing on Homo sapiens. The account is situated within a framework provided by the natural sciences, particularly evolutionary biology. Harari's work situates its account of human history within a framework provided by the natural sciences, particularly evolutionary biology: he sees biology as setting the limits of possibility for human activity, and sees culture as shaping what happens within those bounds. The academic discipline of history is the account of cultural change.
Harari surveys the history of humankind from the evolution of archaic human species in the Stone Age up to the twenty-first century, focusing on Homo sapiens. He divides the history of Sapiens into four major parts:
The Cognitive Revolution (c. 70,000 BC, when Sapiens evolved imagination). The Agricultural Revolution (c. 10,000 BC, the development of agriculture). The unification of humankind (the gradual consolidation of human political organisations towards one global empire). The Scientific Revolution (c. 1500 AD, the emergence of objective science). Harari's main argument is that Sapiens came to dominate the world because it is the only animal that can cooperate flexibly in large numbers. He argues that prehistoric Sapiens were a key cause of the extinction of other human species such as the Neanderthals, along with numerous other megafauna. He further argues that the ability of Sapiens to cooperate in large numbers arises from its unique capacity to believe in things existing purely in the imagination, such as gods, nations, money, and human rights. Harari claims that all large-scale human cooperation systems – including religions, political structures, trade networks, and legal institutions – owe their emergence to Sapiens' distinctive cognitive capacity for fiction.[5] Accordingly, Harari regards money as a system of mutual trust and sees political and economic systems as more or less identical with religions.
ইউভ্যাল নোয়া হারারি একজন ইসরায়েলি ইতিহাসবেত্তা, অধ্যাপক এবং লেখক। ১৯৭৬ সালের ২৪ ফেব্রুয়ারি ইসরায়েলের তৃতীয় বৃহত্তম হাইফা জেলার কিরইয়াত আতা শহরে জন্মগ্রহণ করেন। তিনি একটি ধর্মনিরপেক্ষ ইহুদি পরিবারে বেড়ে ওঠেন। হারারি ১৯৯৮ সালে জেরুজালেম হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে মধ্যযুগীয় এবং সামরিক ইতিহাস বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য ২০০২ সালে অধ্যাপক স্টিভেন জে. গানের অধীনে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমবায়ী, জেসাস কলেজ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে, ২০০৫ সালে ইয়াদ হানাদিভ ফেলোশিপে ইতিহাস নিয়ে পোস্টডক সম্পন্ন করেন। পেশাগত জীবনে তিনি জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপনা করছেন। ইতিহাস তার অন্যতম প্রিয় বিষয়। তাই পড়াশোনা থেকে লেখালেখির ওপরও ইতিহাসের প্রভাব বিদ্যমান। ২০১৪ সালে প্রকাশিত, বেস্টসেলার খ্যাত ‘স্যাপিয়েন্সঃ এ ব্রিফ হিস্টোরি অব হিউম্যানকাইন্ড’ হারারির একটি কালজয়ী রচনা। এখানে তিনি মানব ইতিহাসের সূচনা থেকে আজকের বিশ্বে পদার্পণের ইতিহাস, অর্থাৎ মানবজাতির বিবর্তন তুলে ধরেছেন জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে। গ্রন্থটি শুধু তথ্য-উপাত্তে ঠাসা নয়, এর তত্ত্বগুলো পাঠককে ভাবনার খোরাক দেবে। এই বইটি তুমুল জনপ্রিয়তা লাভ করে প্রায় ৫০টি ভাষায় অনূদিত হয়। এছাড়া, ইউভ্যাল নোয়াহ হারারি এর বই সমূহ হলো, হোমো ডিউস: এ ব্রিফ হিস্টোরি অব টুমরো, টুয়েন্টি ওয়ান লেসনস ফর দ্য টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি, দ্য আল্টিমেট এক্সপেরিয়েন্স: ব্যাটেলফিল্ড রিভালেশন্স এন্ড দ্য মেকিং অব মডার্ন ওয়ার কালচার, স্পেশাল ওপারেশনস ইন দ্য এজ অব শিভারি, রেনেসাঁ মিলিটারি মেমোয়ার্স: ওয়ার, হিস্ট্রি অ্যান্ড আইডেন্টিটি ইত্যাদি। তার বিখ্যাত বইগুলো বিশ্বের নানা ভাষায় অনূদিত হয়েছে। ইউভ্যাল নোয়াহ হারারির বাংলা অনুবাদ বইগুলো বাংলা ভাষাভাষীদের কাছে তার বার্তা পৌঁছে দিয়েছে। বই ছাড়াও তার কিছু গবেষণাপত্র, জার্নালসহ নানা আর্টিকেল প্রকাশিত হয়েছে। ইউভ্যালি নোয়া হারারি তার রচনার সৃজনশীলতা এবং মৌলিকত্ব-এর জন্য ২০০৯ এবং ২০১১ সালে দুবার ‘পোলোন্সকি পুরস্কার’ লাভ করেছেন। সামরিক ইতিহাসের ওপর অসাধারণ আর্টিকেল উপস্থানের জন্য ২০১১ সালে সোসাইটি ফর মিলিটারি হিস্টোরির পক্ষ থেকে অর্জন করেছেন ‘মনকাডো পুরস্কার’। ২০১২ সালে তিনি ‘তরুণ ইসরায়েলি একাডেমি অব সায়েন্স’ নির্বাচিত হন। বেস্টসেলার লেখক হারারি জেরুজালেমের কাছে মেসিলাট জিয়ন, কৃষিভিত্তিক কমিউনিটি মোশাভ অঞ্চলে বসবাস করছেন। Prof. Yuval Noah Harari has a PhD in History from the University of Oxford and lectures at the Hebrew University of Jerusalem, specializing in world history. His books have been translated into 65 languages, with 40 million copies sold worldwide. 'Sapiens: A Brief History of Humankind' (2014) looked deep into our past, 'Homo Deus: A Brief History of Tomorrow' (2016) considered far-future scenarios, and '21 Lessons for the 21st Century' (2018) zoomed in on the biggest questions of the present moment. 'Sapiens: A Graphic History' (launched in 2020) is a radical adaptation of 'Sapiens' into a four-part graphic novel series, which Harari created and co-wrote in collaboration with comics artists David Vandermeulen (co-writer) and Daniel Casanave (illustrator). 'Unstoppable Us' (launched 2022) is Harari's first book series for children, telling the epic true story of humans and our superpower in four volumes, and featuring illustrations by Ricard Zaplana Ru