"দ্বীনদার স্বামী দ্বীনদার স্ত্রী" বইটির সম্পর্কে কিছু কথা: পৃথিবীতে মানব জাতির বংশধারা সুরক্ষিত রয়েছে প্রকৃতির স্বাভাবিক নিয়মে। একেই আল্লাহ তাআলার নিয়ম বা সুন্নত বলা হয়। আর আল্লাহ পাকের নিয়মে কখনই ব্যতিক্রম দেখা যায় না। গােটা সৃষ্টিজগতে রয়েছে বিস্ময়কর এক নীতি। জোড়’ পদ্ধতি। প্রতিটি জীব জন্তুতে যেমন রয়েছে নারী-পুরুষ; জীবনবিহীন সৃষ্টিগুলােতেও পাওয়া যায় তেমনি দ্বিবিধ শ্ৰেণী। মানবজাতির মধ্যে নারী ও পুরুষের মধ্যকার সুশৃংখল ও নীতিসম্মত সংযােগের মাধ্যমে রচিত হয়। ‘দাম্পত্য জীবন। এই জীবনের দুই অভিযাত্রীর একজন স্বামী, অপরজন স্ত্রী। আল্লাহ তাআলার ইচ্ছায় এ জোড়টির সৃষ্টি, বিকাশ ও সংযােগ। আল্লাহ তাআলা তার পাক কালামে ইরশাদ করেন : “আমি তােমাদের মধ্য থেকেই অস্তিত্বে এনেছি তােমাদের সাথীকে। যাতে তােমরা তাদের নিকট স্বস্তি খুঁজে পাও। আর তােমাদের মধ্যে সৃষ্টি হয় টান, ভালােবাসা ও বন্ধুত্ব।” বৈবাহিক জীবনের এই টান ভালােবাসা ও বন্ধুত্ব নিঃসন্দেহে আল্লাহ পাকের প্রত্যক্ষ ইচ্ছার বহিঃপ্রকাশ। কিন্তু এই গুরুত্বপূর্ণ সম্পর্ক বা বন্ধনটিকে একান্ত অবাধ মুক্ত আর দিক নির্দেশনাহীন ছেড়ে দেয়া হয়নি। এর জন্য দেয়া হয়েছে উৎকৃষ্টমানের নির্দেশনা, আচার-অনুষ্ঠান ও বিধি নিষেধ। এসব নীতি নিয়ম পালন করলে শুধু যে দাম্পত্য জীবন সুখময় হয়ে ওঠবে তাই নয়, বরং মানব সভ্যতার কেন্দ্রবিন্দুরূপ পরিবারে প্রশান্তি নেমে আসায় গােটা বিশ্বজগত হয়ে ওঠবে শান্তি সুখের নীড়। এ পর্যায়ে, উপমহাদেশের প্রখ্যাত ধর্মীয় সংস্কারক, মুজাদ্দিদে মিল্লাত, হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ)-এর বক্তৃতা, ওয়াজ, গ্রন্থ, সংকলন ইত্যাদিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা দাম্পত্য বিষয় সম্পর্কিত মূল্যবান হেদায়াত সমষ্টিকে সুন্দরভাবে সংগ্রহ, সুসজ্জিত করে একটি সুগ্রন্থিত সংকলন আকারে উপস্থাপন করা হয়েছে।