"বন্ধন" বইয়ের ভিতরের সংক্ষিপ্ত লেখা: ইসলামের আত্মিক শান্তি ও সামাজিক শীতলতা যদি এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চাই, তবে শুরুতেই ইসলামকে আমাদের পরিবারে প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের বাণী পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়বে তখনি যখন প্রত্যেক মুসলিম সন্তান বড় হবে ইসলামকে তার হৃদয়ে ধারণ করে। পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা হবে তখনই যখন পরিবারের সদস্যরা অন্যায় থেকে বিরত থাকবে। বাবা-মা সন্তানের হক নষ্ট করবে না, আবার সন্তান বাবা-মা এর প্রতি নীতিপরায়ণ হবে। স্বামী-স্ত্রী একে অপরের দুর্বলতার সুযােগ নিবে না বরং একজন আরেকজনের ঢাল স্বরুপ হবে। কিন্তু বর্তমানে মুসলিম সমাজে ইসলামের দেখিয়ে দেওয়া পথ অনুসরণ তাে হচ্ছেই না বরং কুরআনের আয়াত অপব্যবহার করে স্বামী স্ত্রীর অধিকার ছিনিয়ে নিচ্ছেন, নিজ কর্তব্য পালন না করে অধিকারের কথা বলছেন, অভিভাবক সন্তানের উপর তাদের অন্যায্য সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। মুসলিম পরিবারকে এসব অনাচার থেকে রক্ষা করার তাগিদ থেকেই উস্তাদ নুমান আলী খান পরিবারে আমাদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে কুরআনের ভিন্ন ভিন্ন আয়াতের আলােকে বিভিন্ন সময়ে কিছু বক্তব্য দিয়েছেন; যার সংকলিত সূতিকাগার হচ্ছে এই ‘বন্ধন’ বইটি। ‘বন্ধন’ বইয়ের সূচিপত্রঃ ১. জোর করে বিয়ে ২. পতনপূর্ব অহংকার ৩. বাবা-মার সাথে ৪. বিধবা বিয়ে : ভুলে যাওয়া সুন্নাহ ৫. কীভাবে সন্তানদের নামাজের জন্য উৎসাহিত করবেন ৬. স্ত্রী এবং শ্বশুর-শ্বাশুড়ি ৭. আপনার সন্তানকে সময় দিন ৮. পুরুষেরা জান্নাতে হুর পাবে, নারীরা কী পাবে? ৯. ইসলামে স্ত্রীর অধিকার ১০. বিয়ে আর ডেটিং কি এক? ১১. আমার স্ত্রী হিজাব করছে না, কী করব? ১২. সন্তানকে কীভাবে ইসলামের শিক্ষা দেবেন ১৩. সুখী দাম্পত্য জীবনের জন্য ১৪. সন্তানহীনতা কি আল্লাহর শাস্তি? ১৫. অর্ধাঙ্গীনি না কষ্টাঙ্গীনি ১৬. সবার আগে পরিবার ১৭. সন্তান প্রতিপালন ১৮. ব্যর্থ প্রজন্মের লক্ষণ ১৯. সন্তানের সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব ২০, আমার সবচেয়ে প্রিয় দোয়া ২১. দেশি বিয়ে ২২. নবি ইব্রাহীমের সন্তান ভাবনা বইটির কিছু অংশ
পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন লেখক এবং ইসলামি বক্তা নোমান আলী খান এর বই সমূহ ধর্মীয় যুক্তিতর্কের জন্য মুসলিমদের নিকট জনপ্রিয়তা পেয়েছে। তার ‘ডিভাইন স্পিচ: এক্সপ্লোরিং কুরআন অ্যাজ লিটারেচার’ বইটি মুসলিম বিশ্বে বেশ আলোড়ন তোলা একটি বই। এ বই তাকে লেখক এবং ধর্মীয় যুক্তিবিদ হিসেবেও খ্যাতি এনে দিয়েছে। বর্তমানে তিনি ‘দ্য বাইয়্যিনাহ ইন্সটিটিউট ফর অ্যারাবিক অ্যান্ড কুর'আনিক স্টাডিজ’ এর সিইও এবং প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৬ সালে তিনি এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। আমেরিকান মুসলিদের নিকট তুমুল জনপ্রিয় এ বক্তা তার ইসলামিক জ্ঞান এবং যুক্তি-তর্কের দ্বারা মুসলিম বিশ্বের অন্যতম পরিচিত মুখে পরিণত হয়েছেন। ইসলামিক ব্যক্তিত্বদের জীবনীভিত্তিক ‘দ্য ফাইভ হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ এর তৃতীয় সংস্করণে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের একজন হিসেবে তালিকাভুক্ত হন। নোমান আলী খান ১৯৭৮ সালে পূর্ব জার্মানিতে জন্মগ্রহণ করেন। তার বাবা সেসময় পাকিস্তানি কূটনীতিক হিসেবে জার্মানিতে কর্মরত ছিলেন। বাবা-মা উভয়েই পাকিস্তানি হলেও নোমানের পাকিস্তানে বেশি দিন থাকা হয়নি। বাবার কর্মস্থল পরিবর্তনের কল্যাণে সৌদি আরবে ৬ বছর বসবাস করার পর আমেরিকায় চলে আসেন নোমান। এরপর থেকে আমেরিকাতেই থাকছেন এই ধর্মীয় বক্তা। ধর্মীয় শিক্ষায় তার হাতেখড়ি হয়েছিল সৌদি আরবেই। এরপর আমেরিকাতেই তিনি চালিয়ে গেছেন ক্লাসিক্যাল আরবি শিক্ষা। বর্তমানে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে বসবাস করছেন তিনি। নোমান আলী খান বাংলা বই লেখেননি, তথাপি তার ‘ডিভাইন স্পিচ’ এবং ‘রিভাইভ ইয়োর হার্ট’ সহ বেশ কিছু বই বাংলায় অনূদিত হয়েছে। এছাড়াও, ‘প্রশান্তির খোঁজে’ এবং ‘বন্ধন’ বইগুলোও রয়েছে নোমান আলী খান এর বই সমগ্রতে।